Latest News

অবাধ ও অবৈধ ‘পার্টনার সোয়্যাপ!’ হাজারখানেক দম্পতির সেক্স ব়্যাকেট ফাঁস কেরলে, গ্রেফতার সাত

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকা বা স্ত্রীকে অন্যজনের সঙ্গিনীর সঙ্গে বদলে দেওয়ার এক ভয়ংকর সেক্স ব়্যাকেট সামনে এল। কেরলের এই ‘ক্যাপল শেয়ারিং গ্রুপ’-এ প্রায় হাজারখানেক দম্পতি অবৈধ ও অবাধ যৌনতায় যুক্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সাত জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বাকিদের উপরেও চলছে নজরদারি।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রথম অভিযোগ আসে এক মহিলার তরফে। তার পরেই শুরু হয় তদন্ত, কেঁচো খুঁড়তে বেরোয় কেউটে। নিজেকে গৃহবধূ বলে দাবি করেছেন অভিযোগকারিণী। তাঁর দাবি, তাঁর স্বামী কাপল শেয়ারিং গ্রুপের সদস্য ছিলেন। সেই গ্রুপের নিয়ম অনুযায়ী তাঁর স্বামী তাঁকে অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করিয়েছিলেন। তিনি অস্বাভাবিক যৌনতার শিকার বলেও দাবি করেছেন তিনি।

এর পরেই তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে ওই মহিলার স্বামী ও তাঁর বন্ধুদের। এর পরে আরও বহু এমন ঘটনার খোঁজ পায় পুলিশ। ধীরে ধীরে জাল খুলে সামনে আসে এক ভয়াবহ সেক্স ব়্যাকেট চক্র। সেখানে যৌনতার জন্য দম্পতি অদল-বদল করা হয় আকছার। স্বামীরা তাঁদের স্ত্রীদের পাঠায় অন্য পুরুষের কাছে! পরিবর্তে তাঁরা অন্য পুরুষের স্ত্রীর সঙ্গে সেক্স করে।

পুলিশ জানিয়েছেন এই চক্র কেরলের বিভিন্ন এলাকাজুড়ে কাজ করছে। রবিবার গ্রেফতার হওয়া অভিযুক্তরা আলেপ্পি, কোট্টায়াম ও এর্নাকুলামের বাসিন্দা। বেশিরভাগ ক্ষেত্রেই পারস্পরিক সম্মতিতে এই অদলবদল হলেও, ইচ্ছার বিরুদ্ধেও নির্যাতনের উদাহরণ রয়েছে একাধিক। এবং উল্লেখযোগ্য বিষয় হল, সমাজের উঁচু স্টেটাসে বাস করা অভিজাত দম্পতিরাও এই চক্রের অংশ।

কোট্টায়ামের এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, ২০১৮ সাল থেকে এই চক্রটি সক্রিয়। তারা মূলত টেলিগ্রাম ও মেসেঞ্জারে অ্যাকটিভ। প্রথমে সেখানে যোগদান করতে হয়। তার পরেই সেই গ্রুপের কয়েকটি দম্পতি বারবার নানা জায়গায় মিলিত হয়, তার পরেই ঠিক করা হয় কোন মহিলাকে কার সঙ্গে বিনিময় করা হবে।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই গ্রুপের এক মহিলাকে তিন জনের কাছে পাঠানো হয়েছিল। অনেক ক্ষেত্রে টাকার বিনিময়েও সঙ্গী বদলানো হয়েছে। তবে এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও এক গৃহবধূ অভিযোগ তুলেছিলেন, শেয়ার চ্যাটের সাহায্য নিয়ে তাঁকে অন্য পুরুষের কাছে পাঠানো হয়েছিল সেক্স করার জন্য।

এবার ফের কেরল থেকে সামনে এল ভয়ানক অভিযোগের জাল। এসব দেখে অনেকেরই মনে পড়ে গেছে বিপাশা বাসু, অক্ষয় কুমার, করিনা কাপুর ও ববি দেওল অভিনীত ‘‌আজনবি’‌ সিনেমাটির কথা। সেখানে অক্ষয় কুমার ববি দেওলকে তাঁদের স্ত্রী অদল-বদল করার কথা বলেছিল। সম্প্রতি হইচইয়ের ‘মিসম্যাচ’ সিরিজেও দেখা গেছে এমনটাই। ‘অপছন্দের বৌ’কে বদলাবদলি করে নিয়েছেন দুই স্বামী। এবার সেই একই জিনিস দেখা গেল বাস্তবে।

You might also like