
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জেল হেফাজতে প্রথম রাত কেটেছিল মেঝেয় শুয়ে। তবে শনিবার তাঁকে একটি চৌকি মতো খাট দেওয়া হয়েছে। রাতে সেখানেই শুয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।
গত বারো-তেরো দিনে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন তিন কেজি কমেছে। জোকা ইএসআই হাসপাতালের শেষ মেডিক্যাল রিপোর্টে উল্লেখ ছিল পার্থর ওজন একশো আট কেজি। এমনিতে ভারী চেহারার মানুষ হলে মেঝেতে শোয়া মুশকিল। তা ছাড়া কস্মিনকালেও পার্থবাবুর এহেন অভ্যেস ছিল না। মেঝেতে যে শুতে হবে সেকথা হয়তো কখনও দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। কিন্তু সময়ের ফেরে তাই হয়েছে।
সূত্রের খবর, শনিবার পার্থবাবু জেল (Jail) কর্তাদের জানান, মেঝেয় শুতে তাঁর খুবই সমস্যা হচ্ছে। তারপর তাঁর অনুরোধেই খাট দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে, আরও একটি কম্বল দেওয়া হয়েছে তাঁকে। তিনটি কম্বলকে খাটে পেতে একটি কম্বলকে ভাঁজ করে বালিশের মতো করে মাথায় দিয়ে শুয়েছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক।
জেল সূত্রে জানা গিয়েছে, খাওয়াদাওয়া স্বাভাবিক রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সময়মতো ওষুধও খাচ্ছেন তিনি। শনিবার দুপুরে ভাত খাওয়ার পর খানিকক্ষণ শুয়েছিলেন। ইডির তরফে পার্থকে কিছু বই ও ম্যাগাজিন দেওয়া হয়েছে। সেসবও পড়ছেন তিনি।
আরও পড়ুন: অমৃত বৈঠকে বলতে দেওয়া হল না মমতাকে, ক্ষোভে ফুঁসছে তৃণমূল