
দ্য ওয়াল ব্যুরো: সোমবারও জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার আলিপুর আদালতে পার্থর জামিনের আবেদন করা হয়। বিচারক সেই আবেদন খারিজ করে দিয়ে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এসএসসি গ্রুপ সি মামলা ও নবম-দশম শিক্ষক দুর্নীতি মামলায় পার্থর সঙ্গেই গ্রেফতার করা হয় এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়কে। এদিন তাঁদেরকেও ২৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এদিন আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। যদিও এদিন এই আবেদনের ঘোর বিরোধিতা করে সিবিআই। এদিন আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়, এই দুর্নীতির জাল অনেক দূর বিস্তৃত। কীভাবে এই জাল বিস্তার হয়েছে তারই তদন্ত চলছে।
এদিন সকালে আদালতে পুলিশের গাড়ি থেকে নামার সময়ে পার্থকে রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছিল। দেখে মনে হচ্ছিল, তাঁর শরীর ঠিক নেই। এমনকী এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরও দেননি তিনি। কার্যত নিশ্চুপ ছিলেন পার্থ।
মমতা-শুভেন্দু-সুজন-পার্থ-অর্পিতার নাম টেট উত্তীর্ণদের তালিকায়! নয়া বিভ্রাট নাকি কাকতালীয়