Latest News

পার্থ-অর্পিতার জামিন খারিজ, আরও ১৪ দিন থাকতে হবে জেল হেফাজতে

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারও জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এদিন ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় দুইজনকে। সেখানেই তাঁদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে (Partha Arpita)।

গত ৫ অগস্ট পার্থ ও অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল কোর্ট। সেই জেল হেফাজত কাটিয়ে এদিন তাঁদের আদালতে পেশ করা হয়। আদালতে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে আগামী ৩১ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

তার আগে ১২ দিন ইডি হেফাজতে ছিলেন দুজনই। এদিন আদালতে ইডির আইনজীবী জেল হেফাজতের দাবি জানান। পাশাপাশি, জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও চাওয়া হয়। সেই অনুমতি দিয়েছে কোর্ট। এছাড়াও, দুই জনের নিরাপত্তা বিষয় খতিয়ে দেখতে পারবে ইডি।

এদিন আদালতে ইডি ফের তদন্তে পার্থর অসহযোগিতার কথা তুলে ধরেছে। এজলাসে ইডির আইনজীবী দাবি করেন, পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে বয়ানের কাগজ সই করাতে গেলে পার্থ সেই কাগজ ছিঁড়ে ফেলেছেন।

এছাড়াও এদিন আদালতে ইডি আরও দাবি করেছে, পার্থর স্ত্রীর নামে একটি ট্রাস্টের সন্ধান পাওয়া গেছে। সেই ট্রাস্টের নামেই পিংলায় একটি স্কুল চালানো হয়। সেই ট্রাস্টের মাধ্যমেই টাকা তছরুপ করা হত বলে অভিযোগ।

এদিকে এদিন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী ফের পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা বলেন। জানান, দিন কয়েক আগেই তাঁর মক্কেল জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আনতে হয়। সেখানেই চিকিৎসা চলে।

যদিও এদিন আদালতে অর্পিতার তরফে জামিনের আবেদন জানানো হয়নি। শুনানি শেষে বিচারপতি জেল হেফাজতের নির্দেশ দেন। ফের ৩১ অগস্ট পার্থ ও অর্পিতাকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন: অনুব্রতর মেয়ের টেট সার্টিফিকেট পেশের নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

You might also like