
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক ও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে অভাব অভিযোগ কম নেই। উপরি বেতন কাঠামো নিয়ে অসন্তোষের স্রোত বইছে রাজ্য জুড়ে সরকার অনুমোদিত স্কুলগুলির প্যারাটিচারদের।
এ বার আচমকাই তাঁদের নিয়ে সম্মেলন ডাকলেন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু জানিয়েছেন, আগামী ৯ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে ওই সম্মেলনে হবে। শিক্ষা মন্ত্রী ছাড়াও রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন ওই সম্মেলনে। নবান্ন সূত্রের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও পর্যন্ত ওই সম্মেলনে যাওয়ার কোনও কথা নেই। তবে মঞ্চে উপস্থিত থাকলে অবাক হওয়ার কিছু নেই।
বাংলায় সরকার অনুমোদিত স্কুলগুলিতে প্রায় ৪৮ হাজার প্যারা টিচার রয়েছেন। তাঁদের দাবি দাওয়া নিয়ে এর আগে কয়েকবার তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তখন সরকারের তরফে সে রকম কোনও সাড়া পাননি। প্রশ্ন হল এ বার শিক্ষামন্ত্রী নিজে কেন উদ্যোগী হলেন?
শাসক দলের একাংশের মতে, শিক্ষকদের আস্থা ধরে রাখতে চায় দল। এক সময় বাম জমানায় শিক্ষক সংগঠনগুলি সিপিএমের সাংগঠনিক মেরুদণ্ডের মতো কাজ করত। মমতা বন্দ্যোপাধ্যায় তা অনুসরণ করতে চেয়েছিলেন। কিন্তু দলের একাংশ নেতার জন্যই তা সম্ভব হয়নি। দলের এক শীর্ষ সারির নেতার কথায়, প্যারা টিচারদের কিন্তু আর্থিক সুরাহার প্রতিশ্রুতি ঘোষণা করা হতে পারে সম্মেলনে। কারণ, পরিস্থিতি যে রকম তাতে শুধু ভোকাল টনিক দিয়ে খালি হাতে ফেরালে লাভ হবে না।