Latest News

‘বাঙালিদের জন্য মাছ রাঁধবেন?’ বিতর্কিত মন্তব্যে নিন্দার মুখে পরেশ রাওয়াল, চাইতে হল ক্ষমা

দ্য ওয়াল ব্যুরো: ‘গ্যাস সিলিন্ডার দিয়ে কি করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’ (Cook Fish for Bengalis) গুজরাতে নির্বাচনা প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়া। নিন্দার ঝড় ওঠে তাঁর এই কথায়। অভিযোগ ওঠে, জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছেন তিনি। অবশেষে চাপের মুখে পড়ে ক্ষমা চাইলেন অভিনেতা (Paresh Rawal Apologises)। দাবি করলেন, ‘বাঙালি’ বলতে তিনি অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের বুঝিয়েছেন।

গুজরাতে নির্বাচন শুরু হয়েছে। সেখানেই বিজেপির হয়ে ভোটপ্রচারে এসে রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে, কিন্তু আগামী দিনে দাম কমবে। সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু আপনাদের আশপাশে যদি রোহিঙ্গা ও বাংলাদেশীরা থাকতে শুরু করে তাহলে কী করবেন গ্যাস সিলিন্ডার দিয়ে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’

এই কথার পরেই পরেশ রাওয়ালের বিরুদ্ধে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। এটিকে বাঙালিদের প্রতি ‘ঘৃণাভাষণ’ বলেই মনে করছেন অনেকে। টুইটারে বিতর্কের ঝড় ওঠে এই নিয়ে।

তৃণমূল সাংসদ কীর্তি আজাদও কটাক্ষ করেন পরেশ রাওয়ালকে, বলেন, ‘বাবু ভাই আপনি তো এরকম ছিলেন না! বাংলাদেশী এবং রোহিঙ্গারা যদি ভারতে এসে থাকতে শুরু করছে, তার মানে হল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর কাজ সঠিকভাবে করছেন না। আপনি কি বলতে চাইছেন, সীমান্তে তাদের কাজে গাফিলতি করছে বিএসএফ?’

এসবের মধ্যেই নিজের কথার সপক্ষে সাফাই দিয়ে ক্ষমা চেয়েছেন পরেশ রাওয়াল। টুইট করে তিনি লিখেছেন, ‘গুজরাতের মানুষরাও মাছ রান্না করে খায়। ফলে মাছ নিয়ে আমি কিছু বলিনি। আমি বাঙালি বলতে কেবল অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাকে বুঝিয়েছি। আমি যদি আপনাদের আঘাত করে থাকি, তাহলে আমি ক্ষমা চাইছি।’

সিভিক ভলান্টিয়ারকে পিষে মারল লরি! সাঁতরাগাছি যানজটের জেরে মর্মান্তিক কাণ্ড বম্বে রোডে

You might also like