Latest News

Paresh Adhikary: মেয়েকে নিয়ে কলকাতার দিকে রওনা দিলেন পরেশ, কী বললেন মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার তখন বিকেল। মেখলিগঞ্জে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের সভায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary) তখন শোনেন, রাত আটটার মধ্যে সিবিআই তাঁকে নিজাম প্যালেসে তলব করেছে। তারপরেই সন্ধের ট্রেন ধরে মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মন্ত্রী পরেশ।

বিকেলে বলেছিলেন, “আমি কিছুই জানি না। সবটাই সংবাদমাধ্যমের বন্ধুদের থেকে জানছি।” তবে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে মেয়ে অঙ্কিতাকে নিয়ে ট্রেনে ওঠার আগে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দিলেন পরেশ (Paresh Adhikary)।

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মঙ্গলবার রাত আটটার মধ্যে পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দিতে হবে। কিন্তু সন্ধের পর জলপাইগুড়ি রোড স্টেশনের বাইরে দাঁড়িয়ে পরেশ বলেন, “আমি এখন উত্তরবঙ্গে আছি। আটটার মধ্যে যাব কী করে?”

অভিযোগ তাঁর মেয়ে অঙ্কিতাকে বেনিয়ম করে স্কুল শিক্ষিকার চাকরি দেওয়া হয়েছিল। এদিন পরেশ বলেন, আমি কিছুই জানি না। শুনলাম হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তাই কলকাতা যাচ্ছি। তিনি এও জানিয়েছেন, যখন তিনি ট্রেন ধরছেন তখন পর্যন্ত হাইকোর্টের রায়ের কপি তিনি হাতে পাননি।

ঘটনাটি ২০১৮ সালের। সেইসময়ে পরেশ মন্ত্রী ছিলেন না। এদিন মন্ত্রী বলেন, যে সময়ের ঘটনা তখন আমি মন্ত্রীও ছিলাম না, এমএলএ-ও ছিলাম না। অনেকের মতে, তিনি বোঝাতে চেয়েছেন, তাঁর সম্পর্কে প্রভাবশালীর যে তকমা দেওয়া হচ্ছে তা যথাযথ নয়।

জানা গিয়েছে, দলীয় কর্মসূচিতে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের পরেই সার্কিট হাউসে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পরেশ। তারপর বাড়ি যান। সেখান থেকে মেয়েকে নিয়ে স্টেশনে আসেন উত্তরবঙ্গের এই নেতা।

মন্ত্রী আরও জানিয়েছেন, তিনি বুধবার সকালে কলকাতায় পৌঁছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যা করার করবেন।

উপাচার্যের দরজায় লাথি ছাত্রছাত্রীদের! রবীন্দ্রভারতী উত্তাল অনলাইন পরীক্ষার দাবিতে

You might also like