
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের মধ্যে হামলা চালিয়ে কয়েকশো ছাত্রকে অপহরণ করল বন্দুকবাজের দল! নাইজেরিয়ার ক্যাটসিনা প্রদেশের কাঙ্কারা শহরের এই ঘটনায় শোকে-আতঙ্কে বিহ্বল অভিভাবকরা।
সরকারি সূত্রের খবর, কাঙ্কারার ওই স্কুল থেকে ছাত্রদের যারা অপহরণ করেছে তাদের সঙ্গে গুলি যুদ্ধ চলেছে সেনার। ছাত্রদের উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে।
এতে অবশ্য কোনওভাবেই উদ্বেগ কমছে না অভিভাবকদের। জাইরা শহরের বাসিন্দা আবুবকর লাওয়াল খবর পেয়ে ছুটে এসেছেন। তাঁর ১৬ ও ১৭ বছরের দুই ছেলে, আনাস ও বুহারি অপহৃত হয়েছে। তিনি বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমার বাচ্চারা ফিরে আসুক।”
একটি সূত্রের খবর, একটি জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে বন্দি করা হয়েছে সমস্ত ছাত্রকে। কয়েক জন ছেলেকে সেখান থেকে পালাতেও দেখা গিয়েছে। তবে ঠিক কত সংখ্যায় ছাত্র এখনও বন্দি, তার কোনও আন্দাজ নেই এখনও। এমনকি এখনও সরকারের কাছে কোনও দাবিদাওয়াও করা হয়নি দুষ্কৃতীদের তরফে।
স্থানীয় সূত্রের খবর, সশস্ত্র এই দুষ্কৃতীদের উৎপাত এই প্রথম নয়। বিশেষ করে উত্তর-পশ্চিম নাইজেরিয়া এলাকায় এই দুষ্কৃতীরা প্রায়ই আক্রমণ করে সাধারণ মানুষদের। চুরি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ চাওয়া– এসব ঘটেই থাকে।
বেশ কয়েক মাস ধরেই নাইজেরিয়ায় এই ধরনের অশান্তি বাড়ছে। আফ্রিকার সবচেয়ে ঘনবসতি এই শহরে যেন বাড়ছে কট্টরপন্থী ইসলামিস্ট জঙ্গিদের উৎপাত, তেমনই বাড়ছে আরও নানা অপরাধ। বাড়ছে হানাহানি, খুনখারাপি। সরকারের পর্যাপ্ত নজর নেই বলেই অভিযোগ সাধারণের।
কিন্তু এইবার একসঙ্গে এত ছাত্রের অপহৃত হওয়ার ঘটনায় বেশ প্রভাব পড়েছে সব মহলেই।