
ফের ঝাঁকেঝাঁকে মরা মাছ ভেসে উঠল রবীন্দ্র সরোবরে, অভিযোগ জলদূষণের
শ্বশুরবাড়িতেই মৃত্যু হয়েছিল সৌরেন্দ্রবাবুর একমাত্র মেয়ে সঙ্গীতার। সেই মৃত্যুর কারণ নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। তবে মেয়ে ছিল বাবা মায়ের চোখের মণি। শুধু তাই নয়, এলাকার সকলেরই স্নেহভাজন ছিলেন সঙ্গীতা। তাই তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাবা মা আজও সুবিচারের আশায় দিন গুনছেন। অন্যদিকে, কয়েক লক্ষ টাকা খরচ করে মেয়ের স্মৃতিতে শিবমন্দিরও বানিয়েছেন গ্রামেই।
ঝকঝকে তকতকে সেই মন্দিরের চারিদিকে সঙ্গীতার স্মৃতি। তবে সে মন্দিরের উপাস্য দেবতা মহাদেব। গ্রামে এই একমাত্র শিব মন্দির, যাকে ঘিরে মানুষের আস্থা ও ভরসা টিকে আছে। প্রতি বছর শিবরাত্রির দিনে উৎসব হয় মন্দিরে। বেশ কয়েকটি গ্রামের লোক সেখানে অংশ নেন।
এতকিছুর পরেও আজও বাবা ও মায়ের মনে একটাই আশা, মেয়ে মৃত্যুর সঠিক বিচার হবেই ও অভিযুক্তরা শাস্তি পাবে। তবেই যেন আরও বেশি করে মেয়ের প্রতি সুবিচার করতে পারবেন বাবা মা।