Latest News

শিশুদের বেড়ে ওঠার পথে সুগম হওয়া উচিত! শহরের এক স্কুলে অনুষ্ঠিত হল বিশেষ সেমিনার

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের বড় হয়ে ওঠা, সঠিক পথে পরিচালিত হওয়ার ক্ষমতা পেয়ে থাকে বাবা-মায়েদের কাছ থেকেই। সম্প্রতি এসপিকে জৈন ফিউচারিস্টিক অ্যাকাডেমি, ‘আজকের গ্লোবাল ভিলেজে প্যারেন্টিং চ্যালেঞ্জস’ (parenting challenges seminar) বিষয়ে একটি সেমিনার এবং কর্মশালার আয়োজন করেছিল। সেখানে বাবা-মায়েদের এবং শিক্ষাবিদদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনের মূল বক্তা ছিলেন রাম্যা শ্রীধর।

Image - শিশুদের বেড়ে ওঠার পথে সুগম হওয়া উচিত! শহরের এক স্কুলে অনুষ্ঠিত হল বিশেষ সেমিনার

আয়োজকদের মতে, সেমিনারটি ভবিষ্যতে সঠিক নেতা তৈরির উপর দৃষ্টি দেওয়া হয়েছিল। এই অনুষ্ঠানে রাম্যা শ্রীধর অংশগ্রহণকারীদের মন্টেসরি শিক্ষার বিভিন্ন দিকগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি শিশুদের শেখানোর নতুন পদ্ধতিগুলিও তুলে ধরে বলেন, “তাদের কখনই চাপ দেওয়া উচিত নয়। তাদের নিজেদের অন্বেষণের সময় দিন।”

ইন্টারেক্টিভ সেশনে শিক্ষা বিশেষজ্ঞ, দর্শন মুথা এবং শতাব্দী ভট্টাচার্য (প্রাক্তন অধ্যক্ষ, দ্য নিউটাউন স্কুল, কলকাতা) উপস্থিত ছিলেন, শ্রোতাদের সঙ্গে অভিভাবকত্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন।

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে শহরের স্কুলে বিশেষ উদ্যোগ, সচেতনতা বাড়ানোর বার্তা

You might also like