Latest News

Parambrata Chatterjee: হাতে গিটার, কাঁধে বিছিয়ে ঝাঁকড়া চুল! বাংলাদেশের ‘রকস্টার’ হয়ে আসছেন পরম, অপেক্ষায় কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: হাতে গিটার, কাঁধ পর্যন্ত লম্বা চুল, এক মুখ দাড়ি-গোঁফ- ওপার বাংলার ছবির নতুন লুকে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) চেনা দায়। এমনিতে বাংলা ছবির পর্দায় তাঁকে হরেক চরিত্রে দেখতে অভ্যস্ত টলিউড। কখনও তিনি ‘জুলফিকার’-এর টনি, কখনও আবার তিনিই ‘হেমলক সোসাইটি’র আনন্দ কর। তবে এবার যে লুকে সেজেছেন পরম তা দেখে টলি দর্শকদের চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। এক ঝলকে অনেকেই হয়তো চিনতেও পারবেন না পরমব্রতকে।

আরও পড়ুন: আল্লু অর্জুন আরসালানের বিরিয়ানি চেখে সাঁই করে দাঁড়িতে বাঁ হাত ঘষে বললেন, বাহ ওস্তাদ!

ছবির নাম ‘আজব কারখানা’ (Ajob Karkhana)। বাংলাদেশের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শবনম ফেরদৌসির এই ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেছেন পরম (Parambrata Chatterjee)। এখানে তিনি একজন রকস্টার। গানের কলকবজা নিয়ে ঘাঁটাঘাঁটি করে ছন্দে তালে তাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়াই কাজ পরমব্রত ওরফে রকস্টার রাজীবের। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে ছবিটি প্রদর্শিত হবে। পরমকে রকস্টার রূপে দেখতে মুখিয়ে আছেন কলকাতার সিনেমাপ্রেমীরা।

এর আগে নাগপুর চলচ্চিত্র উৎসব, পুনে চলচ্চিত্র উৎসব এবং ত্রিচূড় চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হয়েছে। পরমের অভিনয় সেখানে যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছে। এবার পালা কেআইএফএফ-এ বাজিমাত করার।

রকস্টার হলেও এই ছবি কেবল রক সঙ্গীতেই ভরপুর নয়। তার সঙ্গে রয়েছে লোকসঙ্গীতের অপূর্ব মিশেল। বাউল গানের সংস্পর্শে এসেই বদলে যায় রকস্টার রাজীবের জীবন। সেই বদলে যাওয়া জীবনের ধারায় পা মিলিয়ে এগিয়ে চলে গল্প।

পরিচালক শবনম জানিয়েছেন তাঁর এই ছবিতে অভিনয়ের জন্য পরমব্রত ছাড়া আর কাউকে তিনি ভাবতেই পারেননি। কারণ প্রধান চরিত্রের জন্য এমন একজনকে দরকার ছিল যে শুধু অভিনয় জানলেই হবে না, মিউজিকের সঙ্গেও যার যোগ থাকতে হবে।

এই ছবিতে বাংলাদেশের প্রবাদপ্রতিম কবি হেলাল হাফিজের চারটি কবিতায় সুর দেওয়া হয়েছে। নতুন আঙ্গিকে সাজানো হয়েছে গানগুলিকে। শবনম ফেরদৌসির পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের ছবি এই প্রথম। এর আগে ছোট তথ্যচিত্র বানিয়েই ওপার বাংলায় সাড়া ফেলে দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। এখন রকস্টার পরমের অপেক্ষায় রয়েছে কলকাতা।

You might also like