Latest News

রাজকোট যাওয়ার পথে ট্রেন থেকে উধাও পাণ্ডুয়ার যুবক! দুশ্চিন্তায় পরিবার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাজকোট যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন। এরপর মাঝ রাস্তা থেকে উধাও হয়ে গেলেন পাণ্ডুয়ার যুবক বিজয় তুড়ি (Person Missing From Train) । ৩৬ বছরের বিজয় কোথায় গেলেন, তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার।

পরিবার সূত্রে খবর, গত ১৯ নভেম্বর পাণ্ডুয়া থেকে গুজরাতের রাজকোটে (Rajkot) যাচ্ছিলেন বিজয়। সেখানে তাঁর ভাগ্না বিকি তুড়ি থাকেন। বিকির রাজকোটে সোনার দোকান রয়েছে। বিজয় পাণ্ডুয়ায় রঙের মিস্ত্রি হিসাবে কাজ করেন।

ওই দিন বিজয়, ভাগ্নে বিকির শ্যালিকা ও তাঁর পনেরো বছরের ছেলেকে নিয়ে রাজকোট যাওয়ার জন্য সাঁতরাগাছি থেকে সালিমার পোরবন্দর এক্সপ্রেসে উঠেছিলেন। তাঁদের ট্রেনে তুলতে এসেছিলেন বিজয়ের স্ত্রী রেবা। এরপর বাড়ি ফিরে যান রেবা। ট্রেন সফর করা বিজয়ের সঙ্গে তাঁর একবারই কথা হয়েছিল। সেখানে তাঁকে বিজয় জানিয়েছিলেন, ‘শরীর ভালো লাগছে না। তাই তিনি খাওয়া-দাওয়া সেরে ঘুমতে যাচ্ছেন।’ এরপর স্বামীর সঙ্গে কোনও যোগাযোগ হয়নি রেবার।

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা, মর্মান্তিক ঘটনা কর্নাটকে

পরে ভাগ্নে বিকির শ্যালিকা ফোন করেন রেবাকে। তিনি জানান, তাঁরা রাজকোটে পৌঁছে গিয়েছেন। কিন্তু কামরায় বিজয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝরাস্তায় একবার বিজয় রায়পুর স্টেশনে নেমেছিলেন, এটাও জানান ওই মহিলা।

এমন খবর পেতেই একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন রেবা। কিন্তু ফোনও বন্ধ রয়েছে। হাসপাতাল, পুলিশে জানিয়েও মেলেনি খোঁজ। ১৪ দিন ধরে স্বামীর জন্য দুশ্চিতায় করছেন কাটছে ওই মহিলার।পাণ্ডুয়া থানাতেও তিনি স্বামী নিখোঁজের অভিযোগ জানিয়েছেন।

You might also like