Latest News

Panchla Attack: পাঁচলায় গুলিবিদ্ধ যুবক! প্রশাসনের আশ্বাসে ইদে বাড়ি ফিরেছিলেন

দ্য ওয়াল ব্যুরো: কাজ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক যুবক (Panchla Attack)। অভিযোগ, বিরোধীদলের কর্মী হওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে পাঁচলার রনিহাটিতে এলাকায়। আক্রান্ত যুবকের নাম সেখ ওয়াদুল্লাহ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে (Uluberia Hospital) ভর্তি করা হয়েছে।

আক্রান্ত যুবক ওয়াদুল্লাহর অভিযোগ, বিধানসভা ভোটের পর থেকেই তিনি ঘরছাড়া ছিলেন। একাধিকবার তাঁর উপর হামলা হয়েছে। এমনকি তাঁর পরিবারের লোকেদের উপরেও হামলা হয়েছে। প্রশাসনের আশ্বাসে তিনি ইদের সময় বাড়ি ফিরেছেন। কিন্তু গ্রামে ফিরতেই হুমকি দিতে শুরু করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন ওয়াদুল্লাহ। সেই সময় গ্রামের তৃণমূলের পার্টি অফিসের সামনে তাঁর উপর হামলা চালায় কয়েকজন। স্টিলের পাইপ, বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁর উপর গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

বিদ্যুৎ ভবনের সামনে অবস্থানে কর্মীরা, তিনদিন ধরে পুলিশের বাধা উপেক্ষা করেই চলছে বিক্ষোভ

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওয়াদুল্লাহর আত্মীয়রা। আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পাঁচলা থানায় এই ঘটনার অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবকের পরিবার।

You might also like