Latest News

Pallabi Dey: প্রেমিক সাগ্নিকই খুন করেছে পল্লবীকে! অভিযোগ দায়ের করলেন অভিনেত্রীর বাবা

দ্য ওয়াল ব্যুরো: টেলি অভিনেত্রী পল্লবী দে-র (Pallabi Dey) মৃত্যুর এক দিন পর গড়ফা থানায় খুনের অভিযোগ দায়ের করলেন মৃতার বাবা। তাঁর অভিযোগের তির পল্লবীর প্রেমিক সাগ্নিকের দিকে রয়েছে। তিনি সোমবার গড়ফা থানায় গিয়ে সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগে সাগ্নিকের সঙ্গীর নামও রয়েছে।

pallabi dey

সূত্রের খবর, অভিযোগ পত্রে পল্লবীর বাবা লিখেছেন, সাগ্নিক তাঁর মেয়ের খুনি। এই কাজে তার এক বান্ধবীরও হাত রয়েছে। দুজন মিলে তাঁর মেয়েকে মেরে ফেলেছে বলে দাবি করেছেন পল্লবীর বাবা।

উল্লেখ্য, বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ গতকাল উদ্ধার হয় গড়ফার বাড়ি থেকে। পুলিশ জানতে পারে সেই বাড়িতেই গত কয়েকদিন ধরে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন তাঁরা। এর আগে দুজনেই থাকতেন হাওড়ায়।

এদিকে পল্লবীর বাবা-মায়ের দাবি তাদের মেয়ে আত্মহত্যা করতেই পারে না। তাঁকে খুন করা হয়েছে। অন্য এক তরুণীর সঙ্গে সাগ্নিক চক্রবর্তীর সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন তাঁরা। তাদের অভিযোগ, সেই সম্পর্ক বজায় রাখতেই পল্লবীকে তাঁরা পরিকল্পনা মাফিক খুন করেছে।

সাগ্নিকের বয়ান অনুযায়ী শনিবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। রবিবার সকালেও একবার ঝগড়া হয়। তারপর সিগারেট কিনতে বেরিয়েছিলেন তিনি। ফিরে দেখেন দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকে পল্লবীকে সিলিং থেকে ঝুলতে দেখেছেন বলে জানিয়েছেন সাগ্নিক।

পল্লবীর বাবা নীলু দে এও দাবি করেছেন তাঁর মেয়ের কাছ থেকে বারবার নানা অছিলায় টাকা নিতেন সাগ্নিক। কিন্তু এত কিছুর পরেও অন্য একটি মেয়ের সঙ্গে বজায় রেখেছিলেন সম্পর্ক। সেই কথাই সম্প্রতি জানতে পারেন পল্লবী, তার ফলেই অশান্তি চলছিল। পল্লবীর টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশে এই খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রীর বাবা।

আরও পড়ুন: দিনদুপুরে ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি! আহত দুই

You might also like