Latest News

Pallabi De: গড়ফায় লিভ-ইনে থাকছিলেন ‘লুৎফা’! প্রেমিকের সঙ্গে ঝগড়াঝাঁটিই কি ডেকে আনল মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে বাংলা সিরিয়াল জগতে নেমে এসেছে দুঃসংবাদের ছায়া। গড়ফার বাড়ি থেকে অভিনেত্রী পল্লবী দে-র (Pallabi De) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত সূত্রে জানতে পেরেছে গড়ফায় প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের ‘লুৎফা’।

আরও পড়ুন: টেলি অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার গড়ফার বাড়ি থেকে! তোলপাড় টলিপাড়া

রবিবার পল্লবীর (Pallabi De) প্রেমিকই প্রথম পুলিশে খবর দেন। তিনি নিজের বয়ানে জানিয়েছেন, সিগারেট কিনতে বেরিয়েছিলেন তিনি। ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকিতে সাড়া মেলেনি। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন সিলিং থেকে ঝুলছেন পল্লবী। তারপরই পুলিশে খবর দেন।

প্রাথমিক তদন্তে পুলিশ এও জানতে পেরেছে শনিবার রাতে প্রেমিকের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়েছিল পল্লবী দে-র (Pallabi De)। রবিবার সকালেও কথা কাটাকাটি হয়। সকালে যখন তাঁর ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে, দেখা যায় বিছানার চাদর গলায় পেঁচিয়ে ঝুলছিলেন তিনি।

জানা গেছে, গত বছরের জুলাই মাস থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন পল্লবী। আগে হাওড়ায় থাকতেন, কিছুদিন আগে গড়ফায় আসেন। তাঁর এই মৃত্যুর কারণ নিয়ে ক্রমেই ধোঁয়াশা আরও বাড়ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

You might also like