
দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খান-অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান। তাঁর নতুন প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়। সম্প্রতি তাঁকে দেখা গেছে টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে। মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে বেরনোর সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়েছেন তাঁরা। সেই থেকেই গুঞ্জন, তবে কি নতুন তারকা যুগল পেয়ে গেল বলিউড? ইব্রাহিম আর পলক কি প্রেম করছেন?
বান্দ্রার একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গেই বেরোতে দেখা গেছে পলক-ইব্রাহিমকে। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতেই দু-হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছেন শ্বেতা তিওয়ারির মেয়ে। তবে রাখঢাক তেমন ছিল না ইব্রাহিমের। ক্যামেরা দেখে বরং হাত নেড়েছেন তিনি। গাড়িতে উঠতে উঠতে সইফের ছেলেকে পাপারাৎজিদের দিকে হাত নাড়তে দেখা গেছে।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
তবে ইব্রাহিম আর শ্বেতা একসঙ্গে রেস্তোরাঁয় গেছেন মানে শুধু একটাই নয়। অনেকে আবার মনে করছেন, নতুন কোনও ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। বড় পর্দায় নতুন জুটি পেতে চলেছে বলিউড। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।