Latest News

নবীর অপমান করলেই শাস্তি মৃত্যু! পাকিস্তানে তরুণীদের শিরশ্ছেদের প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: মসজিদের (Masjid) ভিতর সার বেঁধে গোলাপি জামা এবং হিজাব পরে (hijab clad) দাঁড়িয়ে রয়েছে মেয়েরা। তাদের রীতিমতো প্রশিক্ষণ (training) দেওয়া হচ্ছে, কেউ পয়গম্বর নবীর (Prophet Muhammad) অপমান (Insult) করলেই কীভাবে তলোয়ার (Sword) দিয়ে সেই ব্যক্তির শিরশ্ছেদ (Beheading) করতে হবে। সম্প্রতি পাকিস্তানের (Pakistan) একটি মসজিদের ভিতরে এমনই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

নবীর অপমান করলে কোনও মাফ নেই। একটাই শাস্তি, মৃত্যু! এই মন্ত্রেই অল্পবয়সী মেয়েদের দীক্ষিত করা হচ্ছে পাকিস্তানের লাল মসজিদে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ পয়গম্বরের অপমান করলে কীভাবে তার ধড়-মুণ্ড আলাদা করে ফেলতে হবে তলোয়ার দিয়ে, তা ওই মেয়েদের শেখাচ্ছেন এক ‘প্রশিক্ষক।’ মেয়েদের সঙ্ঘবদ্ধভাৱে শিরশ্ছেদকে সমর্থন করে স্লোগান দিতেও শোনা যাচ্ছে।

ভিডিও দেখে শিউরে উঠেছে নেটদুনিয়া। কিছুদিন আগেই নূপুর শর্মা বিতর্কে উত্তাল হয়ে উঠেছিল ভারত তথা আন্তর্জাতিক রাজনীতি। ইসলামের পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর। বিশ্বজোড়া সমালোচনার মুখে নূপুরকে বরখাস্ত করতে বাধ্য হয় গেরুয়া শিবির। তার কিছুদিনের মধ্যেই নূপুরকে সোশ্যাল মিডিয়ায় সমর্থনের অভিযোগে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় উদয়পুরের দর্জি কানহাইয়ালালকে। তারপরেও দেশের একাধিক জায়গায় একই ধরনের ঘটনা ঘটে।

তারই মধ্যে নতুন করে পড়শি দেশের খুনের প্রশিক্ষণের ভিডিও দেখে সিঁদুরে মেঘ দেখছেন ওয়াকিবহাল মহল।

নূপুর শর্মাকে খুনের ছক কষছে পাক সংগঠন? জেরায় স্বীকার সীমান্ত পেরিয়ে আসা সেই ব্যক্তির

You might also like