
দিনকয়েক আগে সৌদি আরবের রিয়াধ থেকে ইসলামাবাদগামী রওনা হয় পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট পিকে-৯৭৫৪। আচমকা খারাপ আবহাওয়ার জন্য সেটি সৌদিরই দাম্মামে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে বেশ কিছুক্ষণ বাদে আবহাওয়া স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বেঁকে বসেন পাইলট। তাঁর অদ্ভূত যুক্তি, ডিউটি আওয়ার শেষ। দাম্মাম থেকে তিনি ইসলামাবাদ বিমান নিয়ে যেতে পারবেন না! যাত্রীরা বিমানের ভিতরে বসে থাকতে থাকতে অধৈর্য্য হয়ে পড়েন। পাইলটকে বোঝানোর চেষ্টা চলে। বিরক্ত যাত্রীরা ঠিক করেন, তাঁরা বিমান থেকে নামবেন না কিছুতেই। শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা আসেন। এয়ারপোর্টে যাত্রীদের থাকা, খাওয়ার হোটেলের বন্দোবস্ত হয়।
পরে পিআইএ-র মুখপাত্র পাক মিডিয়াকে বলেন, বিমানের নিরাপত্তার কথা মাথায় রেখেই উড়ানের আগে পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। সেদিনই রাত ১১টায় বিমানটি শেষ পর্যন্ত ইসলামাবাদ পৌঁছয়।
পিআইএ সৌদি আরবে বিমান পরিষেবা সম্প্রসারিত করেছে। তার দু মাস বাদে এমন ঘটনা।
গত মাসে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীদেরও আচমকা পাইলট কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ার পর ৫ ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয়। পরে অবশ্য দেখা যায়, পাইলট ফলস পজিটিভ ছিলেন।