Latest News

হরফ গড়ে পদ্মশ্রী ধনিরাম, টোটোদের মুখের ভাষা নিয়ে দীর্ঘদিনের কাজে মিলল স্বীকৃতি

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: টোটোদের মুখের ভাষার (spoken language) হরফ তৈরি করেছেন তিনি। আলিপুরদুয়ারের সেই ধনিরাম টোটো (Dhaniram Toto) এবার পেলেন পদ্মশ্রী সম্মান (Padmashri)। দূরে ভুটান পাহাড়। তারই কোলে জঙ্গলে ঘেরা প্রান্তিক টোটোপাড়া। বাসিন্দাদের আলোয় নিয়ে যাওয়ার লড়াইটা তিনি শুরু করেছিলেন অনেক আগেই। দীর্ঘদিনের চেষ্টায় সেই কাজেই সাফল্য এসেছে। তারই স্বীকৃতি পদ্মশ্রী। রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কর্মী তিনি। বর্তমানে টোটোপাড়াতেই সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হিসেবে কর্মরত। ধনিরাম টোটোর পদ্মশ্রী পাওয়ার খবরে টোটো জনজাতির মানুষদের মধ্যে খুশির হাওয়া।

ম্যানেজারের বাংলোয় চিতাবাঘ, ভরদুপুরে হইহই কাণ্ড বাগরাকোট চা বাগানে

You might also like