Latest News

চৌকো দেখছেন? এই ছবির মধ্যে কিন্তু লুকিয়ে আছে অনেকগুলো বৃত্ত! খুঁজে পেলেন?

দ্য ওয়াল ব্যুরো: ছবির ধাঁধা সমাধান করতে অনেকেই পটু। আবার অনেকেই মাথার চুল ছেড়ে উত্তর খুঁজতে গিয়ে। তবে ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে মানুষের মধ্যে উৎসাহের কমতি নেই।

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এই অপটিক্যাল ইলিউশন নিয়ে মানুষকে সময় কাটাতে দেখা যায়। ছবির মধ্যেই লুকিয়ে থাকে এমন অনেক কিছু যা খুঁজে বার করতেই হিমশিম খেতে হয় নেটিজেনদের। বিশেষজ্ঞদের কথায়, এই ধাঁধার উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে মানুষের ব্যক্তিত্ব। তাঁদের পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষাও বলা চলে।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে এমনই এক অপটিক্যাল ইলিউশন। যা থেকে আপনাকে খুঁজে বার করতে হবে ছবির মধ্যে লুকিয়ে থাকা বৃত্তকে! আপাতত দৃষ্টিতে দেখে মনে হতে পারে ছবি জুড়ে শুধুই চতুর্ভুজ। কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে ১৬টি বৃত্ত।

এই গাছেই লুকিয়ে আছে ৫টা প্রাণী! দেখুন তো খুঁজে পান কিনা

এই অপটিক্যাল ইলিউশনটি তৈরি করেছিলেন অ্যান্থনি নরসিয়া, যিনি বিশ্বাস করতেন যে এই ইলিউশন দর্শকদের বিভ্রান্ত করতে পারে। ফ্লস ওয়েবসাইট দাবি করছে যে, এই ইলিউশনটি আমাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে এবং কোণ ও বৃত্তের মধ্যে আপনাকে গুলিয়ে দেবে এই ছবি।

Image - চৌকো দেখছেন? এই ছবির মধ্যে কিন্তু লুকিয়ে আছে অনেকগুলো বৃত্ত! খুঁজে পেলেন?

কী আপনি খুঁজে পেলেন ১৬ বৃত্তকে? এগুলি একে অপরের সংলগ্ন। দুটি বর্গাকার কাঠামো আর তার মাঝখানে একটি বৃত্ত তৈরি করে। বর্গক্ষেত্রের দিকগুলিকে একটি থ্রিডি চেহারা দেওয়া হয়েছে। খুব ভাল করে লক্ষ্য করলেই আপনি ওই ১৬টি বৃত্ত খুঁজে পাবেন।

এখনও খুঁজে পাননি? বৃত্তগুলি চিহ্নিত করতে, বর্গক্ষেত্রের কেন্দ্রের দিকে না তাকিয়ে, পাশের দিকে ফোকাস করুন৷ দুটি বর্গক্ষেত্রের মধ্যবর্তী স্থানের উপর তাকান দিন। কিছুক্ষণ তাকিয়ে থাকলে চোখের সামনে বৃত্তাকার গঠন ভেসে উঠবে। এইভাবেই আপনি ১৬টি বৃত্ত চিহ্নিত করতে পাবেন।

অম্বল-বুক জ্বালা, সারাদিন বমি ভাব, ডিসপেপসিয়া নয় তো?

You might also like