Latest News

বরফের ঢ্যালা নিয়ে খেললেন রাহুল-প্রিয়ঙ্কা, রোদ-বৃষ্টি পেরিয়ে ভারত জোড়োর সমাপ্তি তুষারপাতে

দ্য ওয়াল ব্যুরো: রোদে পুড়েছেন। ভিজেছেন বৃষ্টিতে। কিন্তু থামাননি হাঁটা। কন্যাকুমারী থেকে কাশ্মীর—টানা চার মাস ধরে হাঁটার পর কাশ্মীরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সমাপ্তি অনুষ্ঠান হল তুষারপাতে। দেখা গেল বরফের ঢ্যালা নিয়ে খুনসুটি করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

Image - বরফের ঢ্যালা নিয়ে খেললেন রাহুল-প্রিয়ঙ্কা, রোদ-বৃষ্টি পেরিয়ে ভারত জোড়োর সমাপ্তি তুষারপাতে

হাঁটতে হাঁটতে কোনওদিকেই তাকাননি রাহুল। শচীন পাইলট-অশোক গেহলটের ঝগড়া, গুজরাত, হিমাচলের নির্বাচন, দলের সভাপতি নির্বাচন—কোনও দিকেই না। শুধুমাত্র যাত্রার মাঝে একটি বুথে দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন। এ হেন রাহুল চার মাস ধরে চুল-দাড়িও কাটেননি। এদিন দেখা গেল রাহুলের সেই বেড়ে ওঠা দাড়িতে বরফ মাখিয়ে দিচ্ছেন বোন প্রিয়ঙ্কা। রাহুলও ছেড়ে কথা বলেননি। প্রিয়ঙ্কা যখন অন্যদের সঙ্গে কথা বলায় মগ্ন তখন চুপি চুপি বরফের গোল্লা পাকিয়ে, হাত পিছনে করে নিয়ে গিয়ে প্রিয়ঙ্কার মাথায় ঘষে দেন।

এদিনের সমাপ্তি অনুষ্ঠানে ২১টি দলকে আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে ১২টি দল জানিয়েছে তারা যোগ দিচ্ছে শ্রীনগরে। কিন্তু মায়াবতীর বহুজন সমাজ পার্টি দলগতভাবে যোগ দেওয়ার কথা না জানালেও তাদের এক সাংসদ ভারত জোড়োর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।  

বেশ কিছু শক্তিশালী আঞ্চলিক দল এদিন যোগ দিয়েছে রাহুলের যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে। এম কে স্ট্যালিনের ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল (ইউনাইটেড), শিবসেনা, সিপিআই, কেরালা কংগ্রেস, ভিসিকে, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। গতকালই রাহুল জাতীয় পতাকা তুলেছিলেন। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে পরিকল্পনামাফিক সমাপ্তি অনুষ্ঠান হয়তো হবে না।

You might also like