Latest News

ওয়ারেন বাফের ৯০তম জন্মদিন কেক বানালেন বিল গেটস, রইল বাফের কিছু বিনিয়োগ-টিপস

দ্য ওয়াল ব্যুরো: ওয়ারেন বাফের ৯০তম জন্মদিন উপলক্ষে কেক বানালেন বিল গেটস। সে ছবি টুইটারে পোস্টও করেন তিনি, অভিবাদন ও প্রশংসা উপচে পড়েছে অনুগামীদের।

দুনিয়ার সেরা ধনী ব্যক্তি ও অন্যতম সফল বিনিয়োগকারীদের মধ্যে ওয়ারেন বাফের নাম আসে সামনের দিকেই। এই মুহূর্তে তিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বার্কশায়াল হ্যাথাওয়ে বিনিয়োগ সংস্থার সিইও এবং চেয়ারম্যান।

১৯৩০ সালের ৩০ অগসেট আমেরিকার ওমাহা শহরে জন্ম ওয়ারেন বাফের। মাত্র ১১ বছর বয়সে, ১৯৪১ সালে স্টক মার্কেটে প্রথম শেয়ার কিনেছিলেন তিনি। ১৩ বছর বয়সে জমা দিয়েছিলেন প্রথম ইনকাম ট্যাক্স। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই ওমাহায় ৪০ একর ফার্ম কিনেছিলেন তিনি।

ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী, এখন তাঁর সংস্থা বার্কশায়ার হ্যাথাওয়ে সারা বিশ্বের চতুর্থ বৃহত্তম সংস্থা। সংস্থার সম্পত্তির পরিমাণ ৮১৯.৭ বিলিয়ন মার্কিন ডলার। তাঁকে বলা হয়, ‘ওরাকেল অফ ওমাহা।’ বিনিয়োগকারীদের জন্য তাঁর সবচেয়ে পরিচিত দুটি পরামর্শ হল, প্রথমত, “কখনওই আর্থিক ক্ষতি কোরো না নিজের।” দ্বিতীয়ত, প্রথম নিয়মটি কখনও ভুলে যেও না।

তাঁর বলা বিনিয়োগের কিছু নিয়ম বিনিয়োগকারীদের শিরোধার্য। প্রথমত, এমন কোনও ব্যবসায় বিনিয়োক কোরো না, যেটা তুমি বুঝতে পারো না। এটাই ছিল তাঁর অন্যতম গোল্ডেন রুল। যে জায়গাটা নিয়ে খুঁটিনাটি জ্ঞান আছে এবং যে সেক্টরের উন্নতি নিয়ে মনে বিশ্বাস আছে, সেখানেই বিনিয়োগ করা উচিত। এ জন্য খুব ভাল করে রিসার্চ ও হোমওয়ার্ক করা জরুরি।

Diane Warren Signs With BMG Ahead of 'Historic' New Album


দ্বিতীয়ত, একটা বাড়ি যেমন করে কিনবে, কোনও সংস্থার শেয়ারও ঠিক তেমন করেই কেনো। খুব ভাল করে বুঝে, আত্মস্থ করে তবেই ফাইনাল করা উচিত যে কোনও কোম্পানির শেয়ার কেনা। যাতে স্টক মার্কেটের উপস্থিতি ছাড়াও ওই শেয়ারের প্রতিটি খুঁটিনাটি ক্রেতার মনের ভিতরে গাঁথা থাকে।

তৃতীয়ত, হাতে টাকা জমিয়ে রাখা সবচেয়ে খারাপ বিনিয়োগের উদাহরণ। খুব বেশি নগদ টাকা কখনওই হাতে রাখা উচিত নয়। যা আছে, তা থেকে আরও টাকা আনাই একজন বিনিয়োগকারীর সর্বক্ষণের চিন্তা হওয়া উচিত। অনেকেই হাতে বেশি টাকা থাকলে স্বস্তিতে থাকেন। কিন্তু এই টাকার মূল্য কোনও ভাবেই বাড়ছে না, এই টাকা কিছু দিচ্ছেও না।

চতুর্থত, আজ গাছ পুঁতলে তবেই অনেক দিন পরে তার ছায়া উপভোগ করা যায়। তাই সবসময় লংটার্ম প্ল্যানের দিকে নজর দেওয়া উচিত। একটা ব্যবসা তখনই সফল, যখন তা কেবল তাৎক্ষণিক নয়, দীর্ঘদিন পরে গিয়েও ফল দেবে।

পঞ্চমত, অনেক বেশি ভাবতে হবে। ভাবার জন্য রোজ সময় দিতে হবে। মার্কিন ব্যবসায় অনেকেই ভাবেন না। আমি পড়ি এবং ভাবি। ফলে দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল কম হয় আমার।

ষষ্ঠত, ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। সুদের অঙ্কটা অর্জন কারর পদ্ধতি আমরা জানি না, কিন্তু কত সহজে সুদ দিতে রাজি হয়ে যাই। এটা কেনা-বেচার পদ্ধতি নয়।

You might also like