
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সদ্য প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ নাকি ভারত সফরে এসে তাজমহলের (Taj Mahal) সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। প্রাথমিক বিস্ময় কাটার পর প্রথমে একটি প্রশ্ন করেছিলেন তিনি। জানেন, কী ছিল সেই প্রশ্ন?
গতকাল অর্থাৎ রবিবার দুবাইতে প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ২০০১ সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত সফরে এসেছিলেন তৎকালীন পাক প্রেসিডেন্ট। তখন আগ্রায় এসে তাজমহল দর্শন করেছিলেন মোশারফ। সেই সফরে তার সঙ্গী হয়েছিলেন নৃতত্ত্ববিদ কেকে মুহম্মদ। তিনি সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আগ্রা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট ছিলেন। প্রাক্তন পাক প্রেসিডেন্টের মৃত্যুর পর তাঁর আগ্রা সফর নিয়ে স্মৃতিচারণ করেছেন মুহম্মদ।
তিনি জানিয়েছেন, পারভেজ মোশারফ তাজমহল দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। ‘প্রথমবার তাকানোর পরেই তাজমহলের প্রেমে পড়ে গিয়েছিলেন উনি। তারপরেই প্রথম যে প্রশ্নটা উনি আমাকে করেছিলেন সেটা হল, ‘কে এটা তৈরি করেছে?’ জনিয়েছেন মুহম্মদ।
‘উনি হয়তো ভেবেছিলেন আমি বলব, এটি শাহজাহানের তৈরি। কিন্তু তা না বলে আমি বলেছিলাম, তাজমহলের নকশা তৈরি করেছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি, যিনি বর্তমান পাকিস্তানের লাহোরের বাসিন্দা ছিলেন,’ জানিয়েছেন তিনি।
স্মৃতিচারণায় তিনি আরও জানিয়েছেন, সেদিন দুপুর তিনটে নাগাদ তাজমহলের পূর্ব দিকের দরজায় এসে পৌঁছান মোশারফ। ‘তাজমহলের ব্যাপারে আমি প্রথম যে জিনিসটা ওঁকে বলেছিলাম সেটা হল তাজমহল সংক্রান্ত দৃষ্টিবিভ্রমের ঘটনা। উনি খুবই খুশি হয়েছিলেন। এরপর উনি জিজ্ঞাসা করেন, তাজমহল ঘুরে দেখার জন্য কোন সময়টি সবথেকে উপযুক্ত?’ একে একে গল্প বলতে শুরু করেন বর্ষীয়ান নৃতত্ত্ববিদ।
মুহম্মদ পাক প্রেসিডেন্টকে জানিয়েছিলেন, তাজমহল এক এক সময় এক এক রকমের সুন্দর দেখতে লাগে। মার্বেল পাথরে সূর্যালোক প্রতিফলিত হয়ে যেমন চোখ ধাঁধিয়ে দেয়, তেমনই জ্যোৎস্না রাতে তাজমহল দেখার অভিজ্ঞতা অন্যরকম। তিনি আরও জানিয়েছেন, যখন পারভেজ মোশারফ জানতে পারেন, লাহোর দুর্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান এবং মমতাজ, তখন অত্যন্ত খুশি হয়েছিলেন তিনি।
মুহম্মদ জানিয়েছেন, তাজমহল পরিদর্শনের জন্য মাত্র ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকলেও প্রাক্তন পাক প্রেসিডেন্ট এতটাই খুশি হয়েছিলেন যে আরও অতিরিক্ত পনেরো মিনিট তিনি কাটিয়ে ফেলেন সেখানে। প্রেমের সৌধে স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ ব্যাক্তিগত সময়ও কাটান তিনি।
মোশারফের বাঙালি প্রেমিকা, যে ভালবাসায় ক্ষত এঁকে দেয় কাঁটাতার