
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহখানেক আগে একটি বিষয়ে ঝামেলা হয়েছিল দু’জনের। সেই ঘটনার ঝাল যে এভাবে মেটান হবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি টিভি চ্যানেলের এক সাংবাদিক (Journalist)। জানা গেছে, পুরনো বিবাদ টেনে এনে তাঁকে গাছে বেঁধে বেধড়ক পেটানোর (Slapped & Punched) অভিযোগ উঠল মোট ছয় যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হোসাঙ্গাবাদ এলাকায়। ছয়জন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, গত ২৫ জানুয়ারি এই ঘটনাটি ঘটেছে। প্রহৃত ওই সাংবাদিকের নাম প্রকাশ যাদব (২৫)। তিনি মধ্যপ্রদেশের একটি টিভি চ্যানেলে কাজ করেন। সপ্তাহখানেক আগের ওই ঝামেলার রেশ ধরে ২৫ তারিখ তাঁকে গাছে বেঁধে বেদম মারতে দেখা যায় কয়েকজনকে। চড়, ঘুষি বাদ যায়নি কিছুই। সেই মারধরের ভিডিও (viral video) নিজেরাই করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পরে পুলিশের কাছে গিয়ে এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন আহত সাংবাদিক প্রকাশ যাদব। তিনি পুলিশকে জানান, গত ২৫ জানুয়ারি মানাগাঁও এলাকায় কিছু কাজের জন্য গিয়েছিলেন তিনি। সেখান থেকে কোটগাঁওয়ে নিজের গ্রামে ফেরার পথে নারায়ণ যাদব নামে মূল অভিযুক্ত তাঁর রাস্তা আটকায়। এরপর গত ১ জানুয়ারির ঝামেলার সূত্র টেনে এনে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন। তাতে বাধা দিতেই শুরু হয় নোংরা গালিগালাজ।
প্রহৃত সাংবাদিকের দাবি, পাল্টা তিনি কিছু বলতেই নারায়ণের ভাই নরেন্দ্র যাদব এবং ওমপ্রকাশ নামে একজন এসে হঠাৎ তাঁকে মারতে শুরু করে। মূল তিনজন ছাড়াও সঙ্গে আরও তিনজন ছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ তড়িঘড়ি ছয় অভিযুক্তকে গ্রেফতার করে।
এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভোপাল কংগ্রেস টুইটারে সেই ভিডিও পোস্ট করে লিখেছে, “একজন সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্মমভাবে মারধর করা হচ্ছে। মিস্টার শিবরাজ, এখন তো ‘জঙ্গলরাজ’কেও একটা ছোট শব্দ মনে হচ্ছে। বিজেপি হটাও, মধ্যপ্রদেশ বাঁচাও।”
বন্দে ভারতে ছড়িয়ে ছিটিয়ে বোতল, আবর্জনার স্তূপ, ছবি ভাইরাল হতেই তীব্র প্রতিবাদ