Latest News

এনসিবিকে এক হাত নিলেন সুশান্তের আইনজীবীও, কী বললেন জানেন

দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে তাঁর গতিবিধিতে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। ২৬ দিন হাজতবাসের পর মন্নতে ফিরতে পেরেছেন আরিয়ান। এই মামলা নিয়ে বি-টাউনে যখন শোরগোল চলছে, তার মাঝেই কেন্দ্রীয় মাদক-বিরোধী সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন সুশান্ত সিং রাজপুতের আইনজীবী বিকাশ সিং।

বৈদ্যবাটিতে বেপরোয়া লরি সোজা গঙ্গায় নেমে গেল, রক্ষা পেল নিমাই মূর্তি

এনসিবির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন বিকাশ সিং। তিনি বলেছেন, এনসিবি সবসময় মিডিয়ার আকর্ষণের কেন্দ্রে থাকতে চায়। সবসময় সেই চেষ্টাই করে। তার জন্যেই এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে তারা।

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছিল এনসিবি। সেসময় রিয়ার বিরুদ্ধে সুশান্তের পরিবারের মামলায় আদালতে সুশান্তের বাবা কে কে সিংয়ের পক্ষে সওয়াল করেছিলেন বিকাশ সিং।

গত এক বছরে বলিউডের একাধিক তারকাকে মাদক মামলায় জেরা করেছে এনসিবি। আর সেই সমস্ত মামলার অধিকাংশেই দেখা গেছে এনসিবির মূল হাতিয়ার তারকাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট। কীভাবে এই চ্যাট তাদের হাতে পৌঁছয় প্রশ্ন উঠেছে তা নিয়েও। এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সম্প্রতি ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে, যার তদন্ত চলছে।

বিকাশ সিংয়ের বক্তব্য, ছোটখাটো বিষয়ে টার্গেট করছে এনসিবি। আমাদের কানে আসে, দিল্লিতে পার্টিগুলোয় ছোট ছোট ছেলে মেয়েরাও মাদক নেয়, এনসিবির মান যদি এতই নেমে গিয়ে থাকে তবে দিল্লির সমস্ত পার্টিতেই তো তাদের ঢুঁ মারা উচিত। শুধুমাত্র বলিউডের সেলিব্রিটিদেরকেই কেন ওরা ধরছে? সংবাদমাধ্যমের আকর্ষণ পাওয়ার জন্যই তো। এটা ঠিক নয়।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like