Latest News

ওমিক্রন আক্রান্তরা কি পালিয়ে গেলেন! কর্ণাটক বিমানবন্দরে হুলস্থূল

দ্য ওয়াল ব্যুরো: ওমিক্রন আক্রান্ত ১০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। কর্ণাটক বিমানবন্দরে এই নিয়ে হুলস্থূল পড়ে গেছে।

করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্ত দুজনের খোঁজ মিলেছে কর্ণাটকে। তাঁদের মধ্যে একজন প্রৌঢ় এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে। অন্যজন ভারতীয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে আসা ৬৬ বছরের ওই প্রৌঢ়ের খোঁজ মিলছে না বলে জানিয়েছে সে রাজ্যের সরকার। রাজ্যে যা নিয়ে তুমুল উদ্বেগ ছড়িয়েছে।

শুধু তাই নয়, যে বিমানে চড়ে ওই প্রৌঢ় দক্ষিণ আফ্রিকা থেকে কর্ণাটকে এসেছিলেন, সেই বিমানেরই আরও ১০ যাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না, শুক্রবার তেমনটাই জানিয়েছে সে রাজ্যের সরকার।

কর্নাটকে বৃহস্পতিবার দুটি ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের খোঁজ মেলার  পর কড়াকড়ি করা হয়েছে। বলা হয়েছে প্রতিদিন বাধ্যতামূলক ১ লাখ কোভিড পরীক্ষা করাতে হবে। বিমানবন্দরে নামলেই সব আন্তর্জাতিক যাত্রীর কোভিড পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত বিমানবন্দর ছেড়ে যাওয়া যাবে না।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর অশোক জানিয়েছেন, তাঁরা অক্সিজেন ও আইসিইউ শয্য়া প্রস্তুত রাখছেন, যেমনটা ছিল কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়। পাশাপাশি অক্সিজেন সরবরাহের নেটওয়ার্কও তৈরি করা হচ্ছে। মজুত করা হচ্ছে ওষুধপত্র, ভ্যাকসিন। মন্ত্রী বলেন, রাজ্যে দুটি ওমিক্রন সংক্রমণের সন্ধান মিলেছে। গোটা বিশ্বে ৪০০টি। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের ওপর কোনও স্টাডি হয়নি। তবে বেসরকারিভাবে জানি, এর লক্ষণ তেমন মারাত্মক নয়,  কেউ এতে এখনও পর্যন্ত মারাও যায়নি। আমরা এর ওপর বিশেষজ্ঞ রিপোর্ট চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিচ্ছি।  ফের রাজ্যে কন্ট্রোল রুম খোলা হবে,  সেজন্য প্রয়োজনীয় কর্মীও নিয়োগ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকার জোর দিচ্ছে ভ্যাকসিনের টিকা নেওয়ায়। নিয়ম হয়েছে, মল, সিনেমা হলে ঢুকতে গেলে  ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া বাধ্যতামূলক। এমনকি যে  অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন, তাঁদেরও দুটো ডোজ নেওয়া চাই।

সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, ওমিক্রন সংক্রমিত যে দক্ষিণ আফ্রিকার পর্যটককে ফিরে যেতে সাহায্য করা দোষীদের খুঁজে  বের করে তদন্ত করা হবে। ৬৬ বছরের লোকটি ২০ নভেম্বর বেঙ্গালুরু আসেন, বেসরকারি ল্যাব থেকে জোগাড় করা নেগেটিভ করোনা রিপোর্ট দেখিয়ে সপ্তাহখানেক বাদে দুবাই চলে যান। আরও ১০ জন বিদেশ থেকে আসা যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। অবশ্য দাবি করেন, আমাদের পুলিশ শিগগিরই সবাইকে খুঁজে বের করে টেস্ট করাবে।

You might also like