
এদিন কর্নাটকে পাঁচজন, দিল্লিতে চারজন ও গুজরাতে একজন কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এদিন দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে মোট ৩২ জন কোভিডের ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন। এছাড়া রাজস্থানে ১৭ জন, কর্নাটকে আটজন, গুজরাতে পাঁচজন, কেরলে পাঁচজন, তেলঙ্গানায় দু’জন, তামিলনাড়ুতে একজন, পশ্চিমবঙ্গে একজন, অন্ধ্রপ্রদেশে একজন, কেন্দ্রশাসিত দিল্লিতে ১০ জন এবং চণ্ডীগড়ে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
গত ২ ডিসেম্বর কর্নাটকে প্রথমবার দু’জনের দেহে ওমিক্রন ভ্যারিয়ান্ট ধরা পড়ে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর এদিন বলেন, ওই রাজ্যে আরও পাঁচজন ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন ১৯ বছরের এক যুবক। তিনি সদ্য ব্রিটেন থেকে এসেছেন। আর এক ওমিক্রন আক্রান্তের বয়স ৩৬। তিনি দিল্লি থেকে এসেছেন। ৭০ বছর বয়সী এক মহিলা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তিনিও কিছুদিন আগে দিল্লি থেকে এসেছেন। নাইজেরিয়া থেকে আসা ৫২ বছর বয়সী এক ব্যক্তির দেহে ওই ভ্যারিয়ান্ট ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা ৩৩ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।