
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি চিড়িয়াখানায় সবচেয়ে প্রবীণ সাদা বাঘের মৃত্যু হল। চিড়িয়াখানা কর্তৃপক্ষের বড় আদরের ছিল বীণা রানি। বয়স হয়েছিল ১৭ বছর। এই বুড়ি বাঘিনীকে (white tigress) দেখতে বহু মানুষ ভিড়ি জমাতেন চিড়িয়াখানায়। বীণা রানি নাকি রীতিমতো সুন্দরী ছিল. কিন্তু দীর্ঘ সময় ধরেই রোগে ভুগছিল সে। চিকিৎসা করেও বাঁচানো যায়নি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, লিভারের রোগে ভুগছিল বাঘিনী। টেস্ট করিয়ে ধরা পড়ে হেপাটাইটিস হয়েছিল তার। হেপাটাইটিসে আক্রান্ত হলে লিভার তো নষ্ট হয়ই, সেই সঙ্গে সারা জীবনের মতো পঙ্গুত্ব গ্রাস করতে পারে। শেষমেশ মৃত্যু পর্যন্ত হয়। হেপাটাইটিসের সবচেয়ে বড় মাধ্যম হল জল ও খাবার। জল থেকেই বীণা রানির হেপাটাইটিস হয়েছিল বলে মনে করা হচ্ছে।

তবে বীণা রানির মৃত্যুতে দিল্লির চিড়িয়াখানা যে একেবারে সাদা-বাঘ শূন্য হয়ে পড়ল তা নয়। আরও তিন প্রাপ্তবয়স্ক সাদা বাঘও রয়েছে–টিপু, বিজয় ও সীতা। গতবছর বিজয় ও সীতার দুই ছানা জন্মেছে। তাদের গায়ের রঙও সাদা।
প্রজননের জন্য দেশের চিড়িয়াখানাগুলির মধ্যে পশু বিনিময়ের চল রয়েছে। ‘বিজয়’-কে প্রজননের জন্যই লখনউ চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছিল। আগামী এক বছরের মধ্যে আরও আট থেকে দশটি বাঘের বাচ্চা দিল্লি চিড়িয়াখানায় জন্ম নেবে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।