
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়ার ঘটকপাড়ার বাসিন্দা ঊষারানি প্রামাণিকের (Usharani Pramanik) মানসিক সমস্যা রয়েছে বলে দাবি পরিবার ও প্রতিবেশীদের। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার (Bhatpara) রথতলায় রাস্তার ধার থেকে সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধাকে উদ্ধার করেন স্থানীয়রা। নিয়ে যান ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বৃদ্ধা জানান, তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে ছেলেরা ফেলে দিয়ে গেছে।
শুক্রবার চুঁচুড়ার ঘটকপাড়ার বাড়িতে বসে তাঁর ছোট ছেলে মনোজ প্রামাণিকের স্ত্রী পুষ্প জানান, তাঁর শাশুড়ি মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যান। উত্তর ২৪ পরগনার বেলে এলাকায় ঊষারানির বাপের বাড়ি। মাঝেমধ্যেই সেখানে চলে যান তিনি। গত রবিবার থেকে তাঁদের কাছে খেতে আসেননি ঊষারানি। তাঁরা ভেবেছিলেন তিনি হয়তো আবার বাপের বাড়ি চলে গেছেন। তাই সন্দেহ হয়নি। বৃহস্পতিবার রাতে বাড়িতে পুলিশ আসলে তাঁরা জানতে পারেন ঊষারানি বাপের বাড়ি যাননি। তিনি বলেন, “আমার শাশুড়ির মাথায় সমস্যা আছে, অনেক কিছু ভুলে যান তিনি। খাবার খেয়ে ভুলে যান, অন্যদের বলেন খেতে দেয়নি, মনে রাখতে পারেন না। আমরাই খেতে দিই।”
প্রতিবেশী সঞ্জয় মণ্ডল বলেন, “মাঝেমধ্যেই বাপের বাড়ি চলে যান বৃদ্ধা। পৌষ পার্বণের সময় আবার চলে গিয়েছিলেন। তখন ওঁর ভাইপোরা দিয়ে গিয়েছিল। শুনলাম গতকাল রাতে পুলিশ এসেছিল।” আর এক প্রতিবেশী বাসন্তী ঘোষ বলেন, “উনি অসুস্থ। মাঝেমাঝেই ছেলেকে বলেন ওষুধ এনে দিতে। ছেলে এনে দেয়। উনি মাঝেমধ্যেই টোটো করে এখানে-ওখানে চলে যান। মনোজই দেখে মাকে।”
শুক্রবার মাকে ফিরিয়ে আনতে ছোট ছেলে মনোজ ভাটপাড়া থানায় যান।
আখের রসে গোমাংস মিশিয়ে বিক্রির ‘মিথ্যা’ অভিযোগে বন্দি! অভিযুক্তকে জামিন দিল আদালত