
দ্য ওয়াল ব্যুরো : পেনশনের টাকা দিয়ে দিচ্ছেন মেয়েকে। এমনই সন্দেহে অবসরপ্রাপ্ত শিক্ষিকার উপর নির্মম অত্যাচার চালানোর অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ৮২ বছরের মাকে বাঁচাতে গেলে মেয়েকেও গলা টিপে ধরা হয় বলে অভিযোগ। মাথায় সেলাই নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনের দ্বারস্থ হন বৃদ্ধা। তাঁর সঙ্গে কথা বলে পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন।
জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তিহাট এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষিকা সুধা রায় সাহা ( ৮২)। অভিযোগ, তাঁর পেনশনের টাকার জন্য় বৃদ্ধার উপর প্রায়ই অত্যাচার চালায় তাঁর মেজো ছেলে রঞ্জন। সুধাদেবীর অভিযোগ, গত রবিবার রাতে অশান্তি চরমে উঠলে তার মেজ বৌ নমিতা সাহা তাঁকে ধাক্কা মারে। সামলাতে না পেরে বৃদ্ধা মেঝেতে পরে যান। রক্তাক্ত বৃদ্ধাকে তাঁর মেয়ে ও প্রতিবেশীরা উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এখন মেয়ে রঞ্জনা সরকারের কাছে রয়েছেন ঘরছাড়া ওই বৃদ্ধা।
বৃহস্পতিবার নাতি নাতনি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের হাত ধরে জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে প্রোটেকশন অফিসারের দ্বারস্থ হন সুধাদেবী। বৃদ্ধার কাছ থেকে লিখিত অভিযোগ পাবার পর পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রোটেকশন অফিসার সইফুল্লা আহমেদ।