Latest News

‘দলের পুরনো কর্মীরা ভালো নেই’, প্রাক্তন মন্ত্রীর ফেসবুক পোস্টে জল্পনা

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে আদি (Old TMC Workers) ও নব্যের দ্বন্দ নিয়ে নানান সময়ে বিভিন্ন খবর ভেসে আসে। হামেশাই অভিযোগ ওঠে, নব্য তৃণমূলের দাপটে আদিরা কোণঠাসা। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেলা সফরে গিয়ে নিয়ম করে পুরনো কর্মীদের খোঁজ নেন। কিন্তু এবার তাঁর দলের প্রাক্তন মন্ত্রী‌ই ফেসবুকে পোস্ট (Facebook Post) করে জানালেন, পুরনো তৃণমূল কর্মীরা ভাল নেই!

টানা ২২ বছর তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তিনি পাঁচ বছর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী‌ও ছিলেন। ২০১৯ এর লোকসভা ভোটের আগে পর্যন্ত কোচবিহারে তৃণমূল কংগ্রেসের শেষ কথা ছিলেন তিনি। কিন্তু লোকসভা আসন হাতছাড়া হ‌ওয়ার পর তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর‌ই দলে ক্রমশ কোণঠাসা হতে শুরু করেন রবি ঘোষ। ২১ এর বিধানসভা ভোটে হেরে যান তিনি নিজে। এরপর তাঁকে তৃণমূলের (TMC) রাজ্য কমিটির অন্যতম সহ-সভাপতি করলেও দলের অন্দরে সেই দাপট আর নেই। তাঁর অনুগামীরাও রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন। পরে তৃণমূলে আসা উদয়ন গুহরা এখন কোচবিহার তৃণমূলে ছড়ি ঘোরাচ্ছেন।

এই প্রেক্ষাপটেই মঙ্গলবার সকালে রবীন্দ্রনাথ ঘোষ ফেসবুকে লেখেন, “দলের পুরনো কর্মীরা ভালো নেই।” এরপরই জল্পনা ছড়িয়েছে। কেন তিনি এমন কথা লিখলেন তার কারণ জানতে উৎসুক সকলেই। যদিও প্রকাশ্যে জেলার তৃণমূল নেতারা কেউ কোন‌ও মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, সংগঠনের প্রভাব ও বিধায়ক পদ হারিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে কোচবিহার পুরসভার পুরপ্রধান পদে আছেন। সম্প্রতি তিনি দলের অভ্যন্তরে সক্রিয় হ‌ওয়ার চেষ্টা করলেও বিশেষ জায়গা পাচ্ছেন না বলে তৃণমূলের একটি সূত্রে খবর।

তালাবন্দি ঘরে আগুন পুড়ে মৃত্যু ৭০ বছরের বৃদ্ধার! টের পেল না ছেলেরা

You might also like