
দ্য ওযাল ব্যুরো: নির্মীয়মাণ বহুতলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে, নারকেলডাঙা এলাকার ক্যানাল ইস্ট রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ওয়াকিল রাম (৭০)। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।
ওয়াকিল রাম ক্যানাল ইস্ট রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন। চামড়ার কারখানায় কাজ করতেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে নির্মীয়মাণ একটি বহুতলের নীচে বসে ছিলেন তিনি। আচমকাই বহুতলটির দেওয়াল ভেঙে পড়ে।
আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। বৃদ্ধকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান, প্রবল বৃষ্টিতে সদ্য তৈরি হওয়া দেওয়াল ভেঙে পড়েছে।