Latest News

শাশুড়ির গালে কষিয়ে থাপ্পড় বৌমার! ইলামবাজারে মারা গেলেন বৃদ্ধা

দ্য ওয়াল ব্যুরো: শাশুড়ি-বৌমার মধ্যে দীর্ঘদিনের বিবাদ। অশান্তি ছিল রোজকার ঘটনা। এবার সেই ঝগড়া থেকেই ঘট গেল বড়সড় দুর্ঘটনা। রাগের মাথায় মারা বৌমার এক থাপ্পড়ে মারা গেলেন শাশুড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) ইলামবাজার থানা এলাকায়। আটক হয়েছে বৌমা হাসিনা বিবি।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে শাশুড়ি মানহারা বিবির সঙ্গে তাঁর বৌমা হাসিনা বিবির অশান্তি লেগেই থাকত। রবিবার সেই বিবাদ বড় আকার নেয়। কথা কাটাকাটি চলতে চলতে শাশুড়ির গালে হঠাৎই থাপ্পড় মারে হাসিনা। সেখানেই মাথা ঘুরে পড়ে যান বৃদ্ধা। আর ওঠেননি। ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাগুইহাটিতে অপহৃত ডোমজুরের ইঞ্জিনিয়ার! পরে পুলিশের চেষ্টায় উদ্ধার, ধৃত সাত অপহরণকারী

সঙ্গে সঙ্গে খবর যায় ইলামবাজার (Birbhum) থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। একইসঙ্গে বৌমা হাসিনা বিবিকে গ্রেফতার করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে ইলামবাজার থানার পুলিশ। শাশুড়িকে থাপ্পড় মেরে বৌমার মেরে ফেলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

You might also like