
দ্য ওয়াল ব্যুরো: নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যে মামলা দায়ের হয়েছিল শুক্রবার সেই শুনানিতে কড়া পর্যবেক্ষণ রাখল শীর্ষ আদালত।
এক নজরে সুপ্রিম কোর্টের পাঁচ কথা—
১. ‘নুপুর শর্মার আগ্রাসী, বেপরোয়া চরিত্র আমরা দেখেছি। ওঁকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’
২. ‘এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন। দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য একা তিনি দায়ী।’
৩. ‘তিনি একটি দলের মুখপাত্র তো কী হয়েছে? শুনেছি তিনি আইনজীবী ছিলেন। এই তাঁর আইন, সংবিধানের প্রতি দায়বদ্ধতা? ওটা কথা বলার ধরন?’
৪. ‘রাজস্থানের উদয়পুরে যে দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্যও এই মহিলার মন্তব্য দায়ী’
৫. ‘দিল্লি পুলিশ কেন নীরব হয়ে বসে রইল? একটা টেলিভিশন চ্যানেল একটা বিচারাধীন স্পর্শকাতর বিষয় নিয়ে ডিবেট করছে সেটাকে কী ভাবে অনুমতি দেওয়া হল? ওই টিভি চ্যানেল কি কোনও অ্যাজেন্ডা নিয়ে চলছে?’
সন্দেহ নেই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণেই বুঝিয়ে দিয়েছে নূপুরের বিষয়টিকে তারা কী চোখে দেখছে। এবং এও স্পষ্ট করেছে, বিজেপি দেশ চালাচ্ছে বলে তাদের মুখপাত্র যা খুশি তাই বলতে পারেন না। নূপুরের জিভ আলগা হওয়ার জন্যই দেশে আগুন জ্বলেছে। পর্যবেক্ষকদের মতে, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ সর্বভারতীয় বিজেপি-র পক্ষেও অস্বস্তিকর।