
একটি গাড়ির নম্বর প্লেটে লেখা সিএবি। অন্যটিতে সিএএ।
সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক সময়ে যে কয়েকটি বক্তৃতা ভাইরাল হয়েছে তার মধ্যে অন্যতম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ক্রোনোলজি’ বক্তৃতা। যেখানে একটি সাক্ষাৎকারে অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, “ক্রোনোলজি সমঝিয়ে! পহেলে সিএবি আয়েগা। উসকে বাদ সিএবি পার্লামেন্টমে সিএএ হোগা…!” অর্থাৎ আগে সিএবি তথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সংসদে আসবে। তার পর তা পাশ হয়ে সিএএ তথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে।।
দ্বিতীয়বার নরেন্দ্র মোদী সরকারে আসার পর গৃহমন্ত্রকে অমিত শাহ বসেই গত আট-ন’মাসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া, তিন তালাক প্রথা উঠিয়ে দেওয়ার মতো পদক্ষেপের পর নাগরিকত্ব সংশোধনী বিল ও আইন। সিএএ নিয়ে যখন সারা দেশ আন্দোলনে নেমেছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ে গাড়ির নম্বরে তা দেখে অনেকেই গোটা বিষয়টি জুড়ে দিতে চেয়েছেন।
অমিত শাহ গাড়িতে বসে থাকা অবস্থায় তাঁর কনভয়ের ছবি কেউ তোলেনি। শুধু নম্বর প্লেটের দুটির ছবি নিয়ে সোমবার সংসদের অলিন্দে হাসি-ঠাট্টার অন্তত ছিল না।
Interesting one of Amit Shah car is CAB and another one is CAA!!!@AmitShahOffice#ParliamentDiaries pic.twitter.com/s0IUaXo7q8
— Payal Mehta/પાયલ મેહતા/ पायल मेहता/ পাযেল মেহতা (@payalmehta100) February 10, 2020
নয়ের দশকের শেষে হুগলিতে একটি সভা করতে গিয়ে এমনই কাকতালীয় ঘটনা ঘটেছিল বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে। সেবার হুগলির বৈদ্যবাটিতে স্টেশন সংলগ্ন মাঠে সভা করতে গিয়ে পাশের একটি বাড়িতে তাঁর বসার ব্যবস্থা করা হয়েছিল। দেখা যায় সেই বাড়ির মহিলা যিনি জ্যোতিবাবুকে চা এগিয়ে দিয়েছিলেন তাঁর নাম ডলি বসু। আর তাঁর একমাত্র ছেলের নাম চন্দন বসু। জ্যোতিবাবু নাকি রসিকতা করে বলেছিলেন, এ তো বাড়িতেই চা খাচ্ছি বলে মনে হচ্ছে!
সোমবারের পার্লামেন্টেও দেখা গেল কাকতালীয় নম্বর প্লেট।