
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশ এখন করোনা অতিমহামারীর বিরুদ্ধে লড়াই করছে। ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন প্রায় ১৯০০ মানুষ। এই অবস্থায় তিনি গুজবে কান দিচ্ছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন। কিন্তু গত দু’দিনে লক্ষ লক্ষ বিজেপি কর্মী তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাই তিনি এদিন টুইটারে জানালেন, তাঁর কোনও অসুখ নেই।
যাঁরা তাঁর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাঁদের বিদ্রুপ করে অমিত বলেন, এই ধরনের কথা রটলে তিনি আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবেন। তাঁর কথায়, “আমি সকলের কাছে অনুরোধ করছি, গুজবে কান দেবেন না। নিজের কাজ করুন।” যে শুভানুধ্যায়ীরা তাঁর স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিয়েছেন, তাঁদের ধন্যবাদ দিয়েছেন অমিত।
मेरे स्वास्थ्य की चिंता करने वाले सभी लोगों को मेरा संदेश। pic.twitter.com/F72Xtoqmg9
— Amit Shah (@AmitShah) May 9, 2020