
দ্য ওয়াল ব্যুরো: দু’দিন কেটে গেলেও মিলছিল না তাঁর টোটোর খোঁজ! গত সোমবার তাঁর নিজের টোটোটি চুরি হতে দেখেছিলেন মালিক। কিন্তু তখন কিছুই করতে পারেননি তিনি। ছিনতাইকারীদের মুখ মনে রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তেমন কয়েকজন যুবককে দেখতে পেয়েই ক্ষেপে ওঠেন তিনি। টোটো চুরি সন্দেহে দুই যুবককে বেধড়ক পেটালেন টোটো মালিক। (North Dinajpur)
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা রামপুর এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে পরে অবশ্য পুলিশ এসে দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, গত ২৫ এপ্রিল চাকুলিয়া এলাকার আবিদুর রহমান নামে এক ব্যক্তির টোটো ছিনতাই হয়। বৃহস্পতিবার দুপুরে আবিদুর দেখতে পান যে, একটি ছোট গাড়িতে ছিনতাইকারীরা যাচ্ছে। তা দেখেই রাগে ফেটে পড়েন তিনি।
গাড়ি থেকে নামিয়ে দুই যুবককে মারধর করেন। যোগ দেন এলাকার মানুষও। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চা থানার পুলিশ। ওই দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আলিমুদ্দিন স্ট্রিটে ঠান্ডা ঠান্ডা –কুল কুল, বাড়ির ফ্রিজ নেমেছে রাস্তায়, তারিফ পাচ্ছেন তৌসিফ