
দ্য ওয়াল ব্যুরো: ফের তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটল (North 24 Parganas)। উত্তপ্ত ইছাপুর। অভিযোগ ভোররাতে এসে দুষ্কৃতীরা বাড়ির সামনে বোমা মেরে চলে যায়।
আরও পড়ুন: এবার গমগম করবে সরকারি দফতর, নির্দেশিকা দিয়ে জানাল নবান্ন
উত্তর ব্যারাকপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সম্পাদক চন্দন মিত্রের বাড়ির সামনে বোমাবাজি হয়। ইছাপুর রামনগর এলাকায় ওই বাড়িতে ভোররাতে বাইক চালিয়ে এসে বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হুলস্থূল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ। এসে পৌঁছন উত্তর ব্যারাকপুর পুরসভার উপ পুরপ্রধান তথা আট নম্বর ওয়ার্ডের পুরপিতা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। ১৩ নম্বর ওয়ার্ডের পুরমাতা সুপ্রিয়া ঘোষ বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে বলে মনে করেন না তিনি।