Latest News

১৭ তলার ব্যালকনি থেকে মরণঝাঁপ! নয়ডায় রহস্য মৃত্যু বধূর

দ্য ওয়াল ব্যুরো: নয়ডায় (Noida) মর্মান্তিক মৃত্যু (death) হল এক বধূর (৩৫)। জানা গেছে, একটি বহুতলের ১৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। সেখানেই মৃত্যু হয় মহিলার (woman)। মঙ্গলবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডা এলাকায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ আত্মহত্যাই (suicide) মনে করছে পুলিশ।

জানা গেছে, বিসরাখ থানা এলাকায় ইকো ভিলেজ ৩ সোসাইটিতে ওই বহুতলেই থাকতেন সেই মহিলা ও তাঁর স্বামী। ১৭ তলায় ফ্ল্যাট ছিল তাঁদের। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ সেই ফ্ল্যাটের ব্যালকনি থেকেই ঝাঁপ দেন তিনি।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে করলেও মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যদি ওই আত্মহত্যাই করে থাকেন, তাহলে সেটার কারণও জানার চেষ্টা করা হবে।

ঘটনার সময় মহিলার স্বামী সেখানে ছিলেন কি না, তা এখনও পুলিশ জানতে পারেনি। প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।

‘আমি স্ত্রীকে খুন করেছি!’ সাতসকালে থানায় ফোন করে জানাল যুবক, তার পর…

You might also like