
নিম্নকক্ষে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হওয়া নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার মানুষ প্রেসিডেন্টকে তিরস্কার করেছেন।
একই সঙ্গে পেশকভ বলেন,ডেমোক্র্যাটদের জয়ে আশাবাদী হওয়ার কারণ নেই। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক এখনই ভালো হওয়ার সম্ভাবনা কম। তার মানে এই নয় যে আমরা আলোচনা করব না। অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আমাদের সঙ্গে আমেরিকার গুরুতর মতভেদ আছে। আলোচনা ছাড়া এই মতভেদ দূর হবে না।
এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন, অভিযোগ উঠেছিল রাশিয়া আমেরিকার ভোটে নাক গলিয়েছে। পেশকভ বলেছেন, আমরা অন্য দেশের ভোটে হস্তক্ষেপ করি না। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক সব সময়ই জটিল।