
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই প্রথমবার মুম্বইতে একজনও করোনা (Covid) আক্রান্ত হননি। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মুম্বইতে একজনও কোভিড আক্রান্ত হননি। গত কয়েকদিনে মৃত্যুও হয়নি সংক্রমণের কারণে। ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেই দাবি করেছে প্রশাসন। এদিকে কলকাতাতেও করোনা রোগীর সংখ্যা কমছে। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২। কোনও মৃত্যু হয়নি।
দেশে করোনা (Covid) অতিমহামারী শুরু হওয়ার পর থেকে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়ে। গত দু’বছর ধরে করোনা গ্রাফে মহারাষ্ট্রই ছিল শীর্ষে। তারপর ধীরে ধীরে কোভিড-জিরো পলিসি নিতে শুরু করে মহারাষ্ট্রের বিভিন্ন জেলা। মুম্বইতে একসময় দৈনিক সংক্রমণ ছিল চিন্তার কারণ। করোনার নয়া রূপ ওমিক্রন সংক্রমণে থরহরিকম্প ছিল মহারাষ্ট্র। গত বছরই জুন-জুলাইতে কোভিডের নতুন প্রজাতি এক্স ই ভ্য়ারিয়ান্ট ছড়িয়ে পড়েছিল মুম্বইতে। দৈনিক সংক্রমণ ১২ হাজার ছাড়িয়ে গিয়েছিল।
নিষেধাজ্ঞা উড়িয়ে প্রেসিডেন্সিতে দেখানো হবে গুজরাত দাঙ্গার তথ্যচিত্র, বাম ছাত্রদের কর্মসূচি শুক্রবার
তবে এর মধ্যেই অন্যরকম ছবি দেখা গিয়েছিল এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভিতে। রিপোর্ট বলছে, গত বছরের ২০ ডিসেম্বর ঘনবসতিপূর্ণ এই এলাকায় কেউ করোনা আক্রান্ত হননি। বস্তুত, গত বছরের জুলাই মাসে ‘ধারাভি মডেল’- এর প্রশংসা শোনা গেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মুখে। মহামারী শুরুর গোড়ার দিকে ধারাভিতে ভয়ঙ্কর সংক্রমণ শুরু হলেও পরে প্রশাসনের কড়াকড়িতে নিয়ন্ত্রণে আসে আক্রান্তের হার।
এদিকে কলকাতাতেও করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বাড়ছে সুস্থতার হারও। সেই সঙ্গে কমেছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হারও। গোড়া থেকেই রাজ্যের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি নতুন আক্রান্তের সন্ধান মিলছিল। কিন্তু গত কয়েক দিনে সেই সংখ্যাটা কিছুটা কমায় স্বস্তি মিলেছে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ জন। কোনও মৃত্যু নেই। সুস্থতার হার ৯৮ শতাংশের বেশি। রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, কোভিড টেস্ট অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবাও রয়েছে। কাজেই করোনা ধীরে ধীরে একেবারেই শূন্যতে নেমে যাবে এ রাজ্যেও।