
দ্য ওয়াল ব্যুরো : ভ্যালেন্টাইন ডে’র (Valentine’s day) এখনও দিন দশেক বাকি। তার আগে ভালবাসার দিনকে কেন্দ্র করে যাদবপুরে (Jadavpur) তোলপাড়। পড়ুয়াদের সেখানে বয়ফ্রেন্ড (Boyfriend) বা গার্লফ্রেন্ড খুঁজে নেওয়ার নিদান দেওয়া হয়েছে বলে অভিযোগ। বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’র দিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানে শুধুমাত্র যুগলেই প্রবেশ করা যাবে। ‘সিঙ্গল’ অর্থাৎ সঙ্গী ছাড়া একা একা প্রবেশ নিষিদ্ধ।
এই মর্মে একটি নোটিস সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। তাতে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের সইও আছে। তাতেই ব্যাপক শোরগোল পড়ে গেছে ক্যাম্পাসে। একটি বিশ্ববিদ্যালয় কীভাবে এমন নোটিস জারি করে সেই প্রশ্ন উঠেছে।
তবে একটু ঘাঁটতেই সামনে এসেছে সত্যিটা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই নোটিস সম্পূর্ণ ভুয়ো। রেজিস্টার স্নেহমঞ্জু বসুর সই জাল করে কেউ বা কারা এই নোটিস তৈরি করেছে, তা ছড়িয়েও দিয়েছে পড়ুয়াদের মধ্যে। আদতে যাদবপুর থেকে এমন কোনও নোটিস দেওয়াই হয়নি। ভ্যালেন্টাইন ডে’র দিন এমন কোনও বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনাও নেই বিশ্ববিদ্যালয়ের।
তবে রেজিস্টারের সই সমেত সেই নোটিস দেখে পড়ুয়ারা যথেষ্ট বিভ্রান্ত হয়েছেন। এই ভুয়ো নোটিস নিয়ে পুলিশের দ্বারস্থও হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।