
ঠিক একমাস আগে, ২২ নভেম্বর কেন্দ্রের তরফে সিবিএসই পরীক্ষার দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা হয়েছিল। বলা হয়েছিল, ২০২০-২১ শিক্ষাবর্ষে যে পরীক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসবেন, তাঁদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ২০২১-এর ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্দিষ্ট দিনক্ষণ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে বলা হয়েছিল।
No Board examinations will be conducted in January or February. A decision on the conduct of examinations will be taken later: Union Education Minister Dr. Ramesh Pokhriyal Nishank pic.twitter.com/83dappAdOZ
— ANI (@ANI) December 22, 2020
কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এই পরীক্ষার জন্য একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর)-ও ঘোষণা করে। জানা যায়, বিভিন্ন স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আলাদা আলাদা দিনক্ষণ পাঠানো হবে। একসঙ্গে সব পরীক্ষার্থীর পরীক্ষা যাতে না হয়, তার পরিকল্পনা করা হবে আগাম।
কিন্তু মাস ঘুরতেই সে সিদ্ধান্তে জল পড়ল। নিশঙ্ক আজ বলেছেন, ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত পরীক্ষা হত। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরীক্ষা সম্ভব নয়। করোনা সংক্রমণ এখনও সন্তোষজনক ভাবে না কমায় এবং তার উপরে করোনার নতুন স্ট্রেন নিয়ে আশঙ্কা শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, ফেব্রুয়ারি মাসের পরে পরীক্ষা কবে নেওয়া হবে, তা নিয়ে পরে ভেবে দেখা হবে। কোনও রকম সিদ্ধান্ত হলেই তা জানানো হবে।
কোভিড পরিস্থিতিতে স্কুল, কলেজের পঠনপাঠন শিকেয় উঠেছে। গোটা দেশেই অনলাইন ব্যবস্থা আয়ত্ত করতে হয়েছে ছাত্রছাত্রীদের। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সামনের বার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। কোভিডের জন্য উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া যায়নি। গৃহীত পরীক্ষাগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বরকেই না হওয়া পরীক্ষার নম্বর হিসেবে ধরে ফল প্রকাশ করেছে রাজ্য সরকার।