Latest News

সিবিএসই-র বোর্ড পরীক্ষা হবে না জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের গোড়ায় কোনও বোর্ড পরীক্ষা হবে না। আজ, মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তা পরীক্ষা নেওয়ার জন্য ঠিক নয়। পরীক্ষা কবে হবে, কীভাবে হবে, তা পরে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ঠিক একমাস আগে, ২২ নভেম্বর কেন্দ্রের তরফে সিবিএসই পরীক্ষার দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা হয়েছিল। বলা হয়েছিল, ২০২০-২১ শিক্ষাবর্ষে যে পরীক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসবেন, তাঁদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ২০২১-এর ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্দিষ্ট দিনক্ষণ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে বলা হয়েছিল।

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এই পরীক্ষার জন্য একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর)-ও ঘোষণা করে। জানা যায়, বিভিন্ন স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আলাদা আলাদা দিনক্ষণ পাঠানো হবে। একসঙ্গে সব পরীক্ষার্থীর পরীক্ষা যাতে না হয়, তার পরিকল্পনা করা হবে আগাম।

কিন্তু মাস ঘুরতেই সে সিদ্ধান্তে জল পড়ল। নিশঙ্ক আজ বলেছেন, ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত পরীক্ষা হত। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরীক্ষা সম্ভব নয়। করোনা সংক্রমণ এখনও সন্তোষজনক ভাবে না কমায় এবং তার উপরে করোনার নতুন স্ট্রেন নিয়ে আশঙ্কা শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, ফেব্রুয়ারি মাসের পরে পরীক্ষা কবে নেওয়া হবে, তা নিয়ে পরে ভেবে দেখা হবে। কোনও রকম সিদ্ধান্ত হলেই তা জানানো হবে।

কোভিড পরিস্থিতিতে স্কুল, কলেজের পঠনপাঠন শিকেয় উঠেছে। গোটা দেশেই অনলাইন ব্যবস্থা আয়ত্ত করতে হয়েছে ছাত্রছাত্রীদের। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সামনের বার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। কোভিডের জন্য উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া যায়নি। গৃহীত পরীক্ষাগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বরকেই না হওয়া পরীক্ষার নম্বর হিসেবে ধরে ফল প্রকাশ করেছে রাজ্য সরকার।

You might also like