
দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) জাতি গণনার প্রস্তাবে সায় দিল এবার রাজ্য মন্ত্রিসভা। বুধবারই রাজ্য সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে জাতি শুমারির (Caste Census) প্রস্তাবে সায় দেয় সব দল। ২৪ ঘণ্টা পেরনোর আগেই নীতীশ কুমারের (Nitish Kumar) মন্ত্রিসভা প্রস্তাব কার্যকরে সবুজ সংকেত দিল। রাজ্য সরকার এই কাজে প্রাথমিক ভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
গতকালই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) সর্বদলীয় বৈঠক শেষে বলেছিলেন, আমরা শীঘ্রই মন্ত্রিসভায় প্রস্তাব পেশ করব। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে দ্রুত জাতি শুমারির কাজ শুরু করা হবে।
এখন জনগণনায় শুধু সাধারণ, তফসিলি জাতি ও উপজাতি এই তিন ক্যাটাগরিতে হিন্দু সম্প্রদায়কে গোনা হয়। কিন্তু অনেক ক্ষুদ্র ও আঞ্চলিক জাতি আছে যাদের আলাদা করে গণনা করা হয় না। ফলে অজানাই থেকে যাচ্ছে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলির আর্থ সামাজিক অবস্থা কেমন।
দেশে ১৯৩২ সালের জনগণনার সময় ক্ষুদ্র জাতি গুলির জনসংখ্যা আলাদা করে গণনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আর হয়নি। এমনকী ১৯৪৮ সালের জনগণনা আইনে জাতি গণনার বিধান রাখা হয়নি। ৯০ বছর পর এবং স্বাধীনতার ৭৫ তম বছরে বিহার প্রথম রাজ্য যেখানে জাতি গণনা শুরু হতে চলেছে।
কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ, কী সিদ্ধান্ত হল শিক্ষামন্ত্রী-উপাচার্য বৈঠকে