Latest News

আদানি কাণ্ড: সংসদে নীরব, বাইরে নির্মলার আশ্বাস, ভয় নেই, মার যাবে না বিনিয়োগ

দ্য ওয়াল ব্যুরো: আদানি কাণ্ডে (Adani crisis) বিরোধীদের দাবি শুক্রবারও মানেনি কেন্দ্রীয় সরকার। ফলে বিরোধীদের দাবি, শাসকদের পাল্টা জবাব ঘিরে চলতি অধিবেশনে আরও একটি দিন বিনা কাজেই কাটল সংসদের।

তবে সংসদে নীরব থাকলেও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) আজ অধিবেশন কক্ষের বাইরে দাঁড়িয়ে দেশবাসীকে আশ্বাস দিয়েছেন, চলতি পরিস্থিতি বিরাট কোনও বিপর্যয় নয়। উদ্ভুত পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলআইসির বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। অর্থমন্ত্রী জানান, দুই সংস্থাই জানিয়েছে তাদের বিরাট কোনও আর্থিক বিপর্যয় হয়নি। আমানত পুরোপুরি সুরক্ষিত।

অর্থমন্ত্রীর কথায়, ভারতে ব্যাঙ্কিং ব্যবস্থা ভাল এবং আর্থিক বাজার ভালভাবে নিয়ন্ত্রিত। এখানে টাকা মার যাওয়ার সম্ভাবনা কম।

এদিকে, সংসদে আজও বিরোধীরা সংসদের দুই কক্ষের যৌথ কমিটি অর্থা জেপিসি অথবা সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির নেতৃত্বে আদানি কাণ্ডের তদন্ত দাবি করেছে। কিন্তু রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের দাবি মানেননি। কংগ্রেস সাংসদ শশী তারুর বলেন, সরকার আসলে ভয়ে আলোচনা এড়াতে চাইছে। কারণ, আলোচনা হলে অনেক অস্বস্তিকর প্রশ্নের জবাব দেওয়ার দরকার হয়ে পড়বে।

আদানিদের বিরুদ্ধে শেয়ারের দামে জালিয়াতির অভিযোগে আজও যখন সংসদ অচল হয়েছে, তখনও ওই সংস্থার শেয়ারের দামে পতন অব্যাহত ছিল। বেলার দিকে অবস্থা ফেরে।

আদানির সংস্থার শেয়ারের মূল্য পড়ে যাওয়ায় সেখানে এলআইসি এবং স্টেট ব্যাঙ্কের বিনিয়োগ মার খেয়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আজ সংসদের বাইরে এই আশঙ্কাকেই অমলক বলতে চেয়েছেন অর্থমন্ত্রী। তাঁর বক্তব্য, আর্থিক শৃঙ্খলার প্রশ্নে ভারত একটি সুশাসিত দেশ।

কলকাতার দুই ব্যবসায়ী ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, কে তাঁরা

You might also like