
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাত পৌনে ১২ টা। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরার প্রায় দু’ঘণ্টা বাদে দিল্লি পৌঁছান বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শনিবার হাসপাতালে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তিনি অভিনন্দনকে প্রশ্ন করেন, আপনার শরীর কেমন আছে?
বুধবার অভিনন্দনের মিগ ২১ বিমান আক্রান্ত হওয়ার পরে তিনি প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন। বায়ুসেনা জানিয়েছে, ওইভাবে বিমান থেকে ‘ইজেক্ট’ করতে গেলে শরীরের ওপরে রীতিমতো চাপ পড়ে। সেজন্য অভিনন্দনের শারীরিক পরীক্ষা করা প্রয়োজন। সীতারমন এদিন অভিনন্দনকে বলেন, আপনার সাহস ও দৃঢ় মানসিকতা দেখে সারা দেশ গর্বিত হয়েছে। অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীকে বিস্তারিত বলেন, বুধবার কী ঘটেছিল। পাকিস্তানে বন্দি অবস্থায় তাঁর সময় কীভাবে কেটেছে।