Latest News

কেরলে বাদুড়ের রক্তে মিলল না নিপা ভাইরাস

দ্য ওয়াল ব্যুরো: কেরলে নিপা ভাইরাসের সংক্রমণের সঙ্গে বাদুড়ের যোগ নাও থাকতে পারে।
গত কয়েকদিন ওই রাজ্যে নিপার সংক্রমণে মারা গিয়েছেন ১২ জন। গুরুতর অসুস্থ আরও ২০। নিপার সংক্ৰমণ যেসব এলাকায় ছড়িয়েছে সেখানকার ২১ টি বাদুড়ের রক্ত ও সিরামের নমুনা পাঠানো হয়েছিল ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিসেসের গবেষণাগারে। সেখানেই নেগেটিভ রেজাল্ট এসেছে। অর্থাৎ ওই বাদুড়গুলির শরীরে নিপা ভাইরাস ছিল না।
কেরলের কোঝিকোড়ে একটি পরিবারের চার সদস্য নিপা ভাইরাসে মারা যাওয়ার পর জানা যায়, তাঁদের বাড়ির কাছে অনেক বাদুড় থাকে। সেই থেকে অনেকে সন্দেহ করেছিল, বাদুড়ের থেকে ওই জীবাণু সংক্ৰমিত হয়েছে।
এর মধ্যে জানা যায়, বিহার ও তেলেঙ্গানায় নিপা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় সতর্কতা অবলম্বন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি নাগরিকদের পরামর্শ দিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া কেরলে যাবেন না।
গত কয়েক বছর ধরেই নিপা ভাইরাসের প্রতিষেধক বার করার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সেজন্য গবেষণা চালিয়ে যাচ্ছে আমেরিকার দুটি বায়োটেক সংস্থাও।

You might also like