Latest News

ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের ১০ নম্বর জাতীয় সড়ক, জোর কদমে চলছে মেরামতির কাজ

দ্য ওয়াল ব্যুরো: অতি বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ (North Bengal)। একাধিক এলাকায় ধস নামায় ব্যহত যান চলাচল। গত ২১ অক্টোবরের সকালে শিলিগুড়ি-কালিম্পং রাস্তায় ব্যাপক ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10) বিপর্যস্ত। সেই রাস্তা মেরামতির কাজ চলছে জোরকদমে।

২০ তারিখই এই রাস্তা সারানো হয়। কিন্তু ২১ তারিখ একাধিক জায়গায় ধসে ফের ভেঙে পড়ে রাস্তা। বন্ধ হয়ে যায় এই রাস্তায় যাতায়াত। ফিরিয়ে দেওয়া হচ্ছে সড়কে আটকে গাড়িকে। তবে দ্রুত এই রাস্তার মেরামতির কাজ শেষ হবে জানায় সংশ্লিষ্ট দফতর।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে বাড়ছে করোনা, অনলাইন শপিংয়ের ওপর জোর কেন্দ্রের

দিন-রাত রাস্তা মেরামতির কাজে লেগে আছেন ইঞ্জিনিয়ার ও কর্মীরা। পর্যাপ্ত যন্ত্রপাতির সাহায্যে জোরকদমে চলছে রাস্তা সারাইয়ের কাজ। আগামী ২-৩ দিনের মধ্যে এই রাস্তা আবার স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আশার আলো এটাই যে, এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই।

১০ নম্বর জাতীয় সড়কের এই অংশটুকু বাদে বাকি রাস্তার মেরামতির কাজ শেষ। উত্তরবঙ্গের সমস্ত বড় সড়কের সড়কে শুরু হয়েছে যান চলাচল। দার্জিলিং-শিলিগুড়ির ৫৫ নম্বর জাতীয় সড়কেও এর কোনও অসুবিধা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like