Latest News

ভোরবেলা ম্যাটাডোরে ধাক্কা গাড়ির, নিউটাউনে মৃত্যু চালকের! আশঙ্কাজনক আরও ১

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালেই মর্মান্তিক পথদুর্ঘটনা কলকাতার নিউটাউনে (NewTown accident)। আলু বোঝাই ম্যাটাডোরের (matador) সঙ্গে ধাক্কা লাগায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হল একটি চার চাকা গাড়ির চালকের (driver dead)। গুরুতর জখম গাড়িটির আরও এক আরোহী।

সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিউটাউনের কদমপুকুর মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। চারচাকা গাড়িটি সেই সময় বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল। চালকসহ গাড়িটিতে মোট দু’জন আরোহী ছিলেন বলে জানা গেছে। সামনেই ছিল একটি আলু বোঝাই ম্যাটাডোর। সেটিকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি।

দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। তাঁর সঙ্গীর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইকোপার্ক থানার পুলিশ আলু বোঝাই ম্যাটাডোরটির চালককে আটক করেছে।

প্রসঙ্গত, কলকাতা শহরে গত এক মাসে বেশ কয়েকটি পথদুর্ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুজোর ঠিক আগের দিন সল্টলেকের সেক্টর ফাইভে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর জখম হয়েছিলেন। জানা গিয়েছিল, সিগন্যাল না মানার কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল। এদিন উইপ্রো থেকে নিউটাউনের দিকে যাওয়া একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় কলেজ মোড়ের দিকে ছুটে আসা অন্য একটি গাড়ির। নিউটাউনগামী গাড়িটি সিগনাল লাল থাকা সত্বেও তা না মেনে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল বলে জানতে পারে পুলিশ। সেই দুর্ঘটনায় গাড়ির ভিতর থাকা এক বৃদ্ধা-সহ পথচলতি দুই তথ্যপ্রযুক্তি কর্মী গুরুতরভাবে জখম হয়েছিলেন।

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগ! ছত্তীসগড়ে বিবস্ত্র করে চাবুক মারা হল দুই ব্যক্তিকে

You might also like