
এমনই এক স্বাস্থ্যকর্মীর কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়া। ওই স্বাস্থ্যকর্মী ধূ ধূ মরুর প্রান্তরে এক গ্রামবাসীকে ভ্যাকসিনের টিকা দিচ্ছেন, সেই ছবিও পোস্ট করেছেন মান্ডবিয়া। ট্যুইটে তাঁকে কুর্নিশ করে লিখেছেন, প্রতিজ্ঞা আর কর্তব্যনিষ্ঠার সংযোগ দেখুন। রাজস্থানের বারমের জেলার টিকাকরণ অভিযানের ছবি।
संकल्प और कर्तव्यनिष्ठा का संगम।
राजस्थान के बाड़मेर जिले में टीकाकरण अभियान की तस्वीरें।#HarGharDastak pic.twitter.com/p2nngJvrhy
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 24, 2021
ওই স্বাস্থ্যকর্মীর নাম জানা যায়নি। দরকার কী? অসংখ্য স্বাস্থ্যকর্মী দেশের শহরে গ্রামে ছড়িয়ে পড়েছেন করোনা রোখার যুদ্ধে। ইনি তাঁদেরই একজন। তাঁকে সেলাম জানাতেই হয়।